সৈকতে শুয়ে সিগারেট ফুঁকছে কাঁকড়া!

প্রকাশিত: ২২-০৯-২০২০, সময়: ১২:৪০ |
Share This

পদ্মাটাইমস ডেস্ক :  সমুদ্র সৈকতে গা এলিয়ে দিয়ে সিগারেটে সুখটান দিচ্ছে এক কাঁকড়া- ভাবতে অবাক লাগছে নিশ্চয়ই? এটা ‘মাদাগাস্কার’ বা ‘জুটোপিয়া’র মতো কোন অ্যানিমেশন চলচ্চিত্রের দৃশ্য নয়।

ভারতীয় বন বিভাগের কর্মকর্তা সুশান্ত নন্দা মাঝে মাঝেই পশুপাখির অদ্ভুত সব কাণ্ড কারখানার ছবি, ভিডিও নিজের টুইটার হ্যান্ডলে পোস্ট করেন। রোববার তিনি কাঁকড়ার এই ভিডিওটি পোস্ট করেছেন।

ভিডিওতে দেখা যাচ্ছে, মানুষ যেমন দুই আঙ্গুলের মাঝে সিগারেট ধরে, কাঁকড়াটিও সেই সিগারেট নিজের দাঁড়ায় ঠিক তেমন করেই ধরে রেখেছে। সেটা আবার মুখেও দিচ্ছে। হালকা হালকা ধোঁয়াও বের হচ্ছে।

কে বা কারা এই ভিডিওটি রেকর্ড করেছেন তা জানা যায়নি। কোথায় এই ভিডিয়ো রেকর্ড করা হয় সেটাও স্পষ্ট নয়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও এখন রীতিমতো ভাইরাল।

ভিডিওটি দেখে একটা বিষয় স্পষ্ট যে, এটা কোনও সমুদ্র সৈকতের ঘটনা। কোনও ধূমপায়ীর না নিভিয়ে ফেলে দেওয়া সিগারেটই দাঁড়ায় তুলে নিয়েছে কাঁকড়াটি। ধূমপায়ীদের ভাষায় সিগারেটের ‘কাউন্টার’ মুখে দিচ্ছে আবার বের করছে। কখনও দু’টি দাঁড়াই কাজে লাগাচ্ছে। সব মিলিয়ে ভিডিওটা খুবই মজার। তবে এই ঘটনাকে শুধু মজা হিসেবে দেখছেন না নেটিজেনরা।

সুশান্ত নন্দা তার টুইটারে লিখেছেন, এমন ঘটনার বিপদের কথা। জ্বলন্ত সিগারেটের টুকরো ফেলে দিয়ে জীব জগতের কেমন ক্ষতি হতে পারে এটা তারই একটা নিদর্শন বলে দাবি করেছেন তিনি।

  • 44
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
উপরে