তানোরে ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত ২০ বছর পর গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে ১০ বছরের সাজাপ্রাপ্ত পরাতক ডাকাতকে ২০ বছর পর গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতের নাম আব্দুস সাত্তার (৬৫) সে তানোর উপজেলার কিসমত বিল্লী গ্রামের গরিবুল্লাহর পুত্র।
শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে চাপাই নবাবগন্জ সদর থানার ঘুঘুডিমা গ্রামে তার মেয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করেন।
তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া বলেন, ১৯৯৯ সালের ৯ মার্চ তানোর থানায় একটি ডাকাতী মামলা রেকর্ড করা হয়।
ওই মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। উক্ত অভিযোগ পত্রের ভিত্তিতে রাজশাহী দায়রা জজ আদালত ৩৯৯ ধারার অভিযোগ প্রমানিত হওয়ায় ১০ বৎসরের সশ্রম কারাদন্ড সহ ১,০০০/-টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন।
মামলা হওয়ার পর থেকে সে পালিয়ে ভারতের মুর্শিদাবাদে আত্মগোপন করে ছিলো। দীর্ঘ ২০ বছর ভারতে থাকার পরে সে তার মেযের বাড়িতে বসবাস শুরু করেন।
গোপন তথ্য ও সংবাদের ভিত্তিত্তে তার অবস্থান সনাক্ত সেখান থেকে তাকে করা হয়। শনিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।