পরীক্ষা শুরুর ২ মিনিটের মধ্যেই পরীক্ষার্থীর কাছে এসে যেত ‘উত্তরপত্র’

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২২; সময়: ৩:১৬ অপরাহ্ণ |
পরীক্ষা শুরুর ২ মিনিটের মধ্যেই পরীক্ষার্থীর কাছে এসে যেত ‘উত্তরপত্র’

পদ্মাটাইমস ডেস্ক : পরীক্ষা শুরুর ২- ৩ মিনিটের মধ্যেই হাতে এসে যেত সমাধান। ক্ষুদ্র ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে সে উত্তরপত্র পৌঁছে যেত নিয়োগ পরীক্ষায় জালিয়াতিতে চুক্তিবদ্ধ পরীক্ষার্থীদের দ্বারে দ্বারে।

এ চুক্তির জন্য প্রতি শিক্ষার্থীর কাছে থেকে নেওয়া হতো গড়ে ১৪-১৬ লাখ টাকা। যা পরীক্ষার আগে একাংশ ও পরীক্ষার পর বাকিটুকু পরিশোধ করতে হতো।

প্রতিরক্ষা মহাহিসাব নিরীক্ষকের কার্যালয়ে অডিটর নিয়োগ পরীক্ষায় জালিয়াতির সঙ্গে জড়িত চক্রের এমন ১০ সদস্য ও পরীক্ষার্থীকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (২১ জানুয়ারি) দুপুর থেকে রাত পর্যন্ত ধারাবাহিক অভিযানে রাজধানীর মিরপুর, তেজগাঁও শিল্পাঞ্চল ও কাকরাইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির গোয়ন্দা প্রধান এ কে এম হাফিজ আক্তার বলেন, তারা বিভিন্ন সময় পরীক্ষার আগ থেকে নগদ, বিকাশ, রকেটের মাধ্যমে টাকা নেয়। এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি, তাতে পরীক্ষা কেন্দ্র থেকে এ প্রশ্ন ফাঁস হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে