সিরাজগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ১

প্রকাশিত: আগস্ট ২, ২০২১; সময়: ৩:৫৪ অপরাহ্ণ |
সিরাজগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার রাতে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১২ এর সদস্যরা।

গ্রেপ্তার মাসুদ রানা বাচ্চু (৩৫) সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি একডালা দক্ষিনপাড়া গ্রামের মৃত জেল হোসেনের ছেলে। সোমবার সকালে প্রেস বিজ্ঞপ্তির এ তথ্য জানান র‌্যাব-১২ এর এ্যাডজুটেন্ট ও অল্প অফিসার সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, মাসুদ রানা দৈনিক গণতদন্ত ও জবস টিভি নামে ভুয়া আইডি কার্ড ব্যবহার করে দীর্ঘ দিন ধরে চাঁদাবাজি করে আসছিল। এ অবস্থায় সুনিদিষ্টি তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা রোববার রাতে সদর থানার পিপুলবাড়ীয়া বাজারের দি-ইনসাফ ডায়গনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টার এর সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তখন তার সাথে থাকা ভুয়া গনমাধ্যমের ২টি আইডি কার্ড, মোটরসাইকেল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাসুদ রানা জানিয়েছে, সাংবাদিকতার ভুয়া আইডি কার্ড ব্যবহার করে দীর্ঘদিন যাবৎ সে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় প্রতারণা করে মোটা অংকের টাকা হাতিয়ে নিত। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে সদর থানায় হস্তান্তর করা হয় এবং সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে