পর পর দুবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

প্রকাশিত: জুলাই ২৪, ২০২১; সময়: ১১:৪১ পূর্বাহ্ণ |
পর পর দুবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

পদ্মাটাইমস ডেস্ক : পর পর দুবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন। শনিবার স্থানীয় সময় ভোর ৪টা ৪৮ মিনিটে দেশটির উত্তরাঞ্চলের লুজন দ্বীপে ভূমিকম্প আঘাত হানে। এর কয়েক মিনিট পর একই অঞ্চলে আরেকটি কম্পন হয়। রিখটার স্কেলে প্রথমটির মাত্রা ছিল ৬ দশমিক ৭। আর পরেরটির মাত্রা ছিল ৫ দশমিক ৮।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

খবরে বলা হয়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১১২ কিলোমিটার গভীরে। পরপর দুই ভূমিকম্পের জেরে এখনও কোনো সুনামি সতর্কতা জারি হয়নি।

যুক্তরাষ্ট্রের সুনামি ওয়ার্নিং সিস্টেমের তথ্য অনুযায়ী, ফিলিপাইনে আজকের ভূমিকম্পের পর সুনামি আশঙ্কা নেই। কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে না ফিলিপাইনের ভূমিকম্প সংশ্লিষ্ট কর্তৃপক্ষও।

ফিলিপাইনের ভলকনোলজি ও সিসমোলজি ইনস্টিটিউটের রেনাতো সলিডাম বলেন, ‌ভূমিকম্পটি গভীর হওয়ায় সুনামি হওয়ার শঙ্কা নেই।

প্রদেশের কালাতাগান মিউনিসিপ্যালিটির পুলিশ কর্মকর্তা রনি অউরেলানো বলেন, খুবই শক্তিশালী একটি ভূমিকম্প ছিল। আমরা আতঙ্কিত।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে