ঈদ উদযাপিত হচ্ছে মুন্সিগঞ্জের ৯ গ্রামে

প্রকাশিত: মে ১৩, ২০২১; সময়: ১১:৩৮ পূর্বাহ্ণ |
ঈদ উদযাপিত হচ্ছে মুন্সিগঞ্জের ৯ গ্রামে

পদ্মাটাইমস ডেস্ক : প্রতি বছরই দেশের কয়েকটি অঞ্চলের মানুষ সৌদি আরব তথা মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে একদিন আগে ঈদ উদযাপন করে থাকেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। সেই ধারাবাহিকতায় আজ (১৩ মে) ঈদ উদযাপিত হচ্ছে মুন্সিগঞ্জের ৯ গ্রামে।

গ্রামগুলো হচ্ছে- সদর উপজেলার আনন্দপুর, শিলই, আধারা, মিজিকান্দি, কালিরচর, নায়েবকান্দি, বাংলাবাজার, বাঘাইকান্দির ও কংসপুরার একাংশ। স্থানীয় খেলার মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়। ইমামতি করেন মো. সফিকুল ইসলাম।

ওইসব এলাকার জাহাগীর তরিকার প্রায় ৫ হাজার মানুষ বংশ পরম্পরায় এভাবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগের দিন ঈদ পালন করে আসছে। জামাতে অংশ নেওয়া মো. মাসুদ মিয়া নামের এক মুসল্লি বলেন, পৃথিবীর যে কোনো স্থানে চাঁদ দেখা গেলে মুসলমান হিসেবে আমাদের ঈদ উদযাপন করা উচিত। আমরা সেটাই করছি।

এর আগে গতকাল বুধবার (১২ মে) চাঁদপুরের ৪০ গ্রামে ঈদ উদযাপন করা হয়েছে। জেলার হাজীগঞ্জ উপজেলার সান্দ্রা দরবার শরীফের উদ্যোগে মূলত এই ঈদ অনুষ্ঠিত হয়। তাদের ভাষ্য, ১৯২৮ সাল থেকেই আমরা সর্বপ্রথম নবচন্দ্র দর্শনের মাধ্যমে ঈদ উদযাপন করে থাকি। সেই হিসেবে সকাল সকাল ১০টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

  • 15
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে