আইসিইউতে করোনা আক্রান্ত কবরী

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২১; সময়: ১:৩২ অপরাহ্ণ |
আইসিইউতে করোনা আক্রান্ত কবরী

পদ্মাটাইমস ডেস্ক : করোনা আক্রান্ত অভিনেত্রী সারাহ বেগম কবরীকে আইসিইউতে নেয়া হয়েছে। বর্তমানে তিনি শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে আছেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তাকে আইসিইউতে নেয়া হয়েছে। সময়নিউজকে বিষয়টি নিশ্চিত করছেন কবরীর ব্যক্তিগত সহকারী নূর উদ্দিন।

বেলা ২টা ২১ মিনিটের দিকে তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে ম্যাডামকে আইসিইউতে নেয়া হয়েছে। উনার অক্সিজেন লেবেল অনেকটাই কমে গেছে। আপাতত আর কোনো আপডেট নেই। এখানকার ডাক্তার ব্রিফিং করলে পরে আপডেট দিতে পারব।’

হঠাৎ করে খুসখুসে কাশি ও জ্বরে আক্রান্ত হলে করোনার উপসর্গ ভেবে চিন্তায় পড়েন সারাহ বেগম কবরী। এরপর পারিবারিক চিকিৎসকের পরামর্শমতো নমুনা পরীক্ষা দেন। ৫ এপ্রিল দুপুরে প্রতিবেদন হাতে পেলে জানতে পারেন, তিনি করোনা পজিটিভ। তারপর আর দেরি না করে হাসপাতালে ভর্তি হন তিনি। ওই দিন রাতেই তাঁকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গতকাল বুধবার বিকেলে কথা বলেন কবরী। হাসপাতালে ভর্তির পর কবরীর একাধিক পরীক্ষা করা হয়েছে। তাঁর ফুসফুসের সর্বশেষ অবস্থা জানতে বক্ষের সিটি স্ক্যান করা হয়। সেই রিপোর্ট আজ হাতে পাওয়ার কথা রয়েছে।

সম্প্রতি পরিচালক হিসেবে কবরী শুটিং শেষ করেছেন ‘এই তুমি সেই তুমি’ নামে নতুন একটি সিনেমার। সরকারি অনুদানের এই ছবির ডাবিং ও সম্পাদনার কাজ চলছিল। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন নিশাত সালওয়া ও রিয়াদ রায়হান। ছবিটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন কবরী নিজেও। এই ছবির সংগীত পরিচালনা করেছেন সাবিনা ইয়াসমীন। এরই মধ্যে নতুন আরেকটি সিনেমা নির্মাণের পরিকল্পনা শুরু করেন তিনি।

  • 104
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে