রাতে মাঠে নামবে বায়ার্ন-পিএসজি, চেলসি-পোর্তো

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২১; সময়: ১০:৩৮ পূর্বাহ্ণ |
রাতে মাঠে নামবে বায়ার্ন-পিএসজি, চেলসি-পোর্তো

পদ্মাটািইমস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রাতে মুখোমুখি হচ্ছে গেলবারের দুই ফাইনালিস্ট পিএসজি আর বায়ার্ন মিউনিখ। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্নের আতিথ্য নেবে প্যারিসিয়ানরা।
রাজকাহন

ম্যাচ শুরু হবে রাত ১টায়। একই সময়ে ইংলিশ জায়ান্ট চেলসির প্রতিপক্ষ পর্তুগীজ ক্লাব পোর্তো।

গেল আসরের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল প্যারিস সেন্ট জার্মেই আর বায়ার্ন মিউনিখ। যমপেশ সেই ম্যাচের কথা এখনো মনে আছে ফুটবল ভক্তদের। এবার ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের কোয়ার্টারেই মুখোমুখি হচ্ছে দু-দল।

পিএসজির সাথে বিগ ক্লাসের আগেই ইনজুরি খুব করে ভাবাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে। দলের সবচেয়ে বড় তারকা রবার্ট ভুগছেন লিগামেন্টের সমস্যায়। উইগাং ডগলাস কস্তা আর মিডফিল্ডার তলিসোও ইনজুরিতে ভুগছেন। গেনাব্রির খেলা নিয়েও আশে শঙ্কা। এমন সময়ে বিগম্যাচ, তাই দুশ্চিন্তা ঘুরপাক খাচ্ছে বায়ার্ন শিবিরে।

ইনজুরির হানা আছে প্যারিস শিবিরেও। মিডফিল্ডার ভেরাত্তির মতো গুরুত্বপূর্ণ খেলোয়ার করোনা ভাইরাসে আক্রান্ত। রাইটব্যাক ফ্লোরেঞ্জিও কোভিড পজেটি। লেফ্ট ব্যাক কুরজাওয়া, স্ট্রাইকার ইকার্দিও ম্যাচফিট নন।

চ্যাস্পিয়ন্স লিগের আরেক ম্যাচে পর্তুগীজ ক্লাব পোর্তোর মাঠে খেলতে যাবে ইংলিশ জায়ান্ট চেলসি এফসি। প্রতিপক্ষ পোর্তো ব্লুদের চেয়ে শক্তিমত্তায় পিছিয়ে থাকলেও একেবারেই ছোট করে দেখার সুযোগ নেই তাদের।

পোর্তোকে নিয়ে তো সাবধানী থাকবেই চেলসি। কারণ রোনালদোর য়্যুভেন্তাসকে তারা এবার চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় করেছে। এই দলটার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে মোট ৮ বার মুখোমুখি হয়ে ৫ ম্যাচেই জিতে ব্লুরা, একটি ম্যাচ হয়েছে ড্র।

  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে