রাজশাহীর দুই পৌরসভায় শান্তিপূর্ণ ভোট

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২০; সময়: ৬:৫৫ অপরাহ্ণ |
রাজশাহীর দুই পৌরসভায় শান্তিপূর্ণ ভোট

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে কাটাখালী ও পুঠিয়া পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকাল চারটা পর্যন্ত। সবকটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোট নেয়া হয়। সকাল থেকেই প্রতিটি কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি ছিলো সন্তোষজনক। চারটা বাজার পরেও অনেক কেন্দ্রেই ভোটারদের দীর্ঘ সারি ছিলো। অনেকটা উৎসবমুখর পরিবেশে ভোট দেন ভোটাররা।

অনেক জায়গায় ইভিএমে ভোট দিতে গিয়ে বিপাকে পড়েন ভোটাররা। আগে থেকে অভিজ্ঞতা না থাকায় বিষয়টি বুঝে উঠতে না পেরে অনেকেই ভোট দিতে অধিক সময় নিয়েছেন। এতে বাইরে লাইনে অপেক্ষা করে ভোগান্তি পোহাতে হয়েছে বাকি ভোটারদের। আবার অনেক কেন্দ্রে আঙুলের ছাপ না মেলাতেও বিপাকে পড়েন ভোটাররা।

নির্বাচন কমিশন জানায়, কাটাখালী পৌরসভায় মেয়র পদে ৫ জন, সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর পদে ৯ জন ও কাউন্সিলর পদে ৩৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়া পুঠিয়া পৌরসভায় মেয়র পদে তিনজন, নারী কাউন্সিলর পদে ৮ জন ও কাউন্সিলর পদে ৩৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচন কমিশনের ধারণা ৭০ থেকে ৮০ শতাংশ ভোট পড়েছে।

দুপুরে জেলা প্রশাসক আব্দুল জলিল কেন্দ্র পরিদর্শনে গিয়ে ভোট গ্রহণের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।

  • 125
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে