মহাসড়কে অবৈধ স্থাপনা বসালে দুই বছরের কারাদণ্ড

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২০; সময়: ৩:৪৯ অপরাহ্ণ |
মহাসড়কে অবৈধ স্থাপনা বসালে দুই বছরের কারাদণ্ড

পদ্মাটাইমস ডেস্ক : মহাসড়কে অবৈধ স্থাপনা বসালে দুই বছরের কারাদণ্ডের বিধান রেখে ‘মহাসড়ক আইন- ২০২০’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা পরিষদ। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ১৯টি ধারা ৪৬টি উপ-ধারাসহ এ আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়। প্রয়োজনে দেশের যেকোনো স্থানে অফিস স্থাপনের বিধান রাখা হয়েছে খসড়ায়।

মন্ত্রিসভার বৈঠকে ‘মোংলা বন্দর কতৃপক্ষ আইন-২০২০’ খসড়ার চুড়ান্ত অনুমোদন দেয়া হয়। এছাড়া হজ এজেন্সির জন্য লাইসেন্স বাতিলসহ ৫০ লাখ টাকা জরিমানা এবং ওমরা এজেন্সির জন্য লাইসেন্স বাতিলসহ ১৫ লাখ টাকা জরিমানার বিধান রেখে ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন-২০২০’ খসড়ার অনুমোদন দেয়া হয়। ফলে এখন থেকে নিবন্ধন ছাড়া কেউ হজে যেতে পারবেন না। ওই বৈঠকে জানানো হয়, আইন তথা বিধি অনুযায়ী হজ প্যাকেজ হবে। হজের চুক্তি ভঙ্গ হলেই অপরাধ হিসেবে গণ্য হবে।

  • 73
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে