চাঁপাইনবাবগঞ্জে শ্যালো ইঞ্জিন চালিত ও ট্রাক্টর চলাচলে নিষেধাজ্ঞা

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২০; সময়: ৭:৪৭ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জে শ্যালো ইঞ্জিন চালিত ও ট্রাক্টর চলাচলে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) এর নির্দেশনায় ২০ নভেম্বর শুক্রবার থেকে শ্যালো ইঞ্জিন চালিত ও ট্রাক্টর চালিত সকল প্রকার যানবাহনের জন্য সময় নির্ধারণ করা হয়েছে।

নতুন সময় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১২ ঘন্টা ইঞ্জিন চালিত ও ট্রাক্টর চালিত সকল প্রকার যানবাহন শহরে প্রবেশ বা চলাচলে নিষিদ্ধ করা হয়েছে।

এ বিষয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. মোজাফফর হোসেন জানান, মর্মান্তিক দুর্ঘটনায় ৯ জন শ্রমিক নিহতে জেলা পুলিশ শোকাহত। ঘটনাস্থলে এসপি স্যার ছুটে যান সকালেই। সান্তনা দেন নিহত আহতদের পরিবারকে।

ওসি মোজাফফর হোসেন আরও জানান, রাত ৮ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত যানবাহন চলাচল করতে পারবে। আর সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বন্ধ থাকবে। নতুন এ নির্দেশনা মানতে পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব স্যার সকলের সহযোগিতা কামনা করেছেন।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বারিক বাজার এলাকায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টার দিকে ইঞ্জিন চালিত ধান বোঝাই ভ্যান উল্টে ৯ জন ধানকাটা শ্রমিক নিহত হয়েছে। আহত হয় আরও কয়েকজন শ্রমিক।

  • 270
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে