রাজশাহীগামী নৈশকোচে দুর্ধর্ষ ডাকাতি

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২০; সময়: ১০:১২ অপরাহ্ণ |
রাজশাহীগামী নৈশকোচে দুর্ধর্ষ ডাকাতি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-রাজশাহীগামী যাত্রীবাহী ন্যাশনাল ট্রাভেলসের একটি নৈশকোচে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত একটা থেকে দেড়টার মধ্যে এ ঘটনা ঘটে। পরে রাত সোয়া দুইটার দিকে কোচটি রাজশাহী নগরীর শিরোইল বাসস্ট্যান্ডে এসে পৌঁছে। রাতেই ৯৯৯ থেকে ফোন পেয়ে বোয়ালিয়া থানা পুলিশ গিয়ে সেখানে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করে।

বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, ঢাকা থেকে ছেড়ে আসার ‘সিরাজগঞ্জের কাচিকাটা এলাকা থেকে ৭জন যাত্রী রাজশাহীর উদ্দেশ্যে ওঠে ওই বাসে। পরে তারা অস্ত্রের মুখে বাসটি নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর বাসটিকে নাটোরের বনপাড়া নিয়ে এসে পাবনার ঈশ্বরদীর সড়কের দিকে নিয়ে গিয়ে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন লুটে নেয়। এরপর বিভিন্ন স্থানে যাত্রীবাসী ওই ডাকাত দলের সদস্যরা নেমে যায়। বাসে মোট ২১ জন যাত্রী ছিলেন। তাদের সবার টাকা, মোবাইল লুট করে নেই সাত সদস্যের ডাকাত দল। পরে তারা বিভিন্ন স্থানে নেমে গেছে। সর্বশেষ রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরেও নেমেছে কেউ।

ওসি আরও জানান, ওই ঘটনায় ঘটনাস্থলে অবস্থিত নাটোরের গুরুদাসপুর অথবা বড়াইগ্রাম থানায় মামলা হতে পারে। সেখান থেকে পুলিশ চাইলে আমরা সহযোগিতা করবো। ঘটনার সঙ্গে বাসের চালক, সুপারভাইজার বা সহকারী চালক জড়িত আছে কিনা সেটি তদন্ত করে দেখতে পারে তারা। তারা চাইলে তাদের চালক-হেলপারকেও আটক করে সেখানে পাঠাতে পারবো। তিনি জানান সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

  • 343
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে