ভারতের পর বাংলাদেশেও হবে করোনা টিকার ক্লিনিক্যাল ট্রায়াল

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২০; সময়: ১০:৪৪ পূর্বাহ্ণ |
ভারতের পর বাংলাদেশেও হবে করোনা টিকার ক্লিনিক্যাল ট্রায়াল

পদ্মাটাইমস ডেস্ক : ভারতে পরীক্ষার পর বাংলাদেশেও কোভিড-১৯ টিকার ৩য় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল করতে ঢাকা ও দিল্লি ‘নীতিগতভাবে সম্মত’ হয়েছে।

ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সংবাদমাধ্যমকে জানান, তারা করোনা টিকার পরীক্ষা চালুর পরপরই বাংলাদেশে তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে প্রস্তুত।

এ বিষয়ক প্রস্তাবে বাংলাদেশ নীতিগতভাবে একমত হয়েছে বলেও সূত্র জানায়।

এদিকে, মঙ্গলবার দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হয়। এসময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. জয়শঙ্কর বলেন, ‘আমরা টিকা পরীক্ষার পাশাপাশি বিতরণ ও উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা করার প্রত্যাশা করছি। এই সকল প্রচেষ্টায় বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে।’

দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ বৈঠকে কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশের বিভিন্ন উদ্যোগের প্রশংসাও করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে