প্রকাশিত সংবাদ সম্পর্কে ব্যাখ্যা

প্রকাশিত: জুলাই ২, ২০২০; সময়: ৫:০৩ অপরাহ্ণ |
প্রকাশিত সংবাদ সম্পর্কে ব্যাখ্যা

নিজস্ব প্রতিবেদক : বুধবার (১ জুলাই, ২০২০) পদ্মাটাইমস২৪.কম অনলাইন পোর্টালে প্রকাশিত ‘ বিল্ডিং আইন না মেনে প্রাচীর সম্প্রসারণ করে তার ওপর ঢালাই ছাদ নির্মাণের অভিযোগ’ প্রকাশিত সংবাদ সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন রাজশাহী নগরীর মেহেরচন্ডী কড়ইতলার বাসিন্দা সাহিনুর রহমান।

তিনি বলেন, আমার প্রতিপক্ষ আব্দুল মান্নান ও পার্শ্ববর্তী মো. সাইদুর রহমান পদ্মাট্ইামস্২৪.কম এর সামনে যে তথ্য উপস্থাপন করেছেন সেটি ভিত্তিহীন। নিয়মানুযায়ী ঘর করার উদ্দেশ্যে আমার ক্রয়কৃত জমির ওপর কাজ শুরু করেছি অনেক আগেই এবং মজবুত প্রাচীর তৈরীর উদ্দেশ্যে শুরু থেকে ২০ ইঞ্চি এবং ত্রমান্বয়িকভাবে তা ১৫, ১০ ও বর্তমানে ০৫ ইঞ্চি গাঁথুনি করা যেটি বর্তমানে দৃশ্যমান। এটি ব্যক্তিগত সম্পত্তি হওয়ায় এলাকার বাসিন্দারের ক্ষতির কোন সম্ভাবনা নাই।

তিনি বলেন, পার্শ্ববর্তী মো. সাইদুর রহমান পদ্মাট্ইামস্২৪.কম-এর সামনে বক্তব্য উপস্থাপন করেছিলেন, তিনি নিজেই তিন ফিট রাস্তার পার্শ্বে সাড়ে চার তলা বিল্ডিং করেছেন কোন প্রকার নিয়মনীতির তোয়াক্কা না করে যা পার্শ্ববর্তী সবার জন্য ভবিষ্যতে হুমকির কারণ। আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটা গ্রুপ গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। গত ২২/০২/২০২০ ইং তারিখ থেকে নিয়মানুযায়ী দোকান ঘর/মেস করার উদ্দেশ্যে আমার ক্রয়কৃত জমির উপর কাজ শুরু করি এবং তখন থেকেই একটা গ্রুপ পরোক্ষভাবে চাঁদাবাজি; ইট, বালু, রড, সিমেণ্ট, মিটার ইত্যাদি তাঁদের সাপ্লাইয়ারের মাধ্যমে ক্রয় করা; ঘরের শাটারিং-এর কাজ পছন্দের লোকদের দেবার জন্য হুমকি প্রদান করে আসছিল। এ ক্ষেত্রে তারা ব্যর্থ হয়ে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য বর্তমানে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করে একটা গ্রুপকে লেলিয়ে দিয়ে আমাকে নানানভাবে ক্ষতি করার হুমকি প্রদান করে আসছে। আমি এসব মিথ্যাচার ও কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে