জুম অ্যাপ নিষিদ্ধ করলো গুগল

প্রকাশিত: জুলাই ২, ২০২০; সময়: ১২:১১ অপরাহ্ণ |
জুম অ্যাপ নিষিদ্ধ করলো গুগল

পদ্মাটাইমস ডেস্ক : করোনাভাইরাস মহামারীরর কারণে বিশ্বজুড়ে কর্মজীবীরা কাজ করছেন ঘরে বসেই। বাসায় বসে বিভিন্ন মিটিঙ্গে অংশগ্রহণের জন্য সরাসরি ভিডিও কলে যুক্ত হতে জুম অ্যাপটিই অনেকের প্রথম পছন্দ। তবে জুম অ্যাপই কর্মীদের জন্য নিষিদ্ধ করেছে গুগল।

জানা গেছে তথ্যের নিরাপত্তাজনিত কারণেই এই নিষেধাজ্ঞা দিয়েছে গুগল। এমনটাই জানিয়েছেন গুগলের মুখপাত্র হোসে কাস্তানেদার।

তিনি বলেন, আমাদের অ্যাপ যেগুলো মূলত কর্মীরা ব্যবহার করেন, তাদের যে সিকিওরিটি স্ট্যান্ডার্ড রয়েছে তার সঙ্গে কোনও ভাবেই মেলে না এই অ্যাপ্লিকেশন। তাই সম্প্রতি আমাদের সিকিওরিটি টিম জানিয়েছে জুম কর্পোরেট কম্পিউটারগুলোতে আর চলবে না।

তবে গুগল মোবাইল অ্যাপ্লিকেশন এবং ব্রাউজার থেকে জুম ব্যবহার করা যাবে বলে জানান হোসে কাস্তানেদার।

এদিকে কিছুদিন থেকেই দেখা যাচ্ছে এই লকডাউনের সময় বিশ্বজুড়ে মানুষ যেসব অ্যাপ ডাউনলোড করছেন তিন নম্বরেই রয়েছে এই অ্যাপের নাম। কমপক্ষে ৩৮ লাখ মানুষ এই লকডাউনের সময় ডাউনলোড করেছেন এই অ্যাপ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে