এডিফায়ার ব্র্যান্ডের সাউন্ড সিস্টেম বিক্রি করবে স্মার্ট টেকনোলজিস

প্রকাশিত: মে ২৩, ২০২২; সময়: ৪:৩৯ অপরাহ্ণ |
এডিফায়ার ব্র্যান্ডের সাউন্ড সিস্টেম বিক্রি করবে স্মার্ট টেকনোলজিস

পদ্মাটাইমস ডেস্ক : বিশ্বখ্যাত সাউন্ড সিস্টেম ব্রান্ড এডিফায়ারের পরিবেশক হয়েছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। এখন থেকে এডিফায়ার ব্রান্ডের স্পিকার, মাইক্রোফোন এবং হেডফোন বাংলাদেশের বাজারে বিক্রি ও বাজারজাত করবে প্রতিষ্ঠানটি।

বর্তমানে এডিফায়ার ব্রান্ডের R12U, R19U, MP202 DUO 2:0, D12, M201BT, M206BT, XM3, XM3 Bt, X230 Bt, Edifier R980T, Edifier G1000, G2000, G7000 মডেলের স্পিকার পাওয়া যাচ্ছে। যেগুলোর দাম মডেল ভেদে ১৫৭৫ টাকা থেকে শুরু করে ২৪৭০০ টাকা।

পাশাপাশি, Neobuds Pro, GX07, NB2 Pro, X3s, X2, TWS1 Pro, EARBUD TWS330NB, EARBUDS TWS200 Plus, Uni-Buds, X3 TO-U BT এবং X3BT BLACK মডেলের এয়ারবাড রয়েছে যেগুলোর দাম মডেলভেদে ১৯৪৯ টাকা থেকে শুরু করে ১০৪৯৯ টাকা পর্যন্ত হয়ে থাকে।

এডিফায়ার ব্রান্ডের ৩টি মডেলের মাইক্রোফোন বাজারে ছেড়েছে স্মার্ট টেকনোলজিস। এর মধ্যে রয়েছে IU1 Wireless Microphone, IU3 Wireless Microphone এবং K3 Microphone

এগুলোর দাম যথাক্রমে ২৪৯৯ টাকা, ৯,৯৯৯ টাকা এবং ৪,১৯৯ টাকা। এছাড়াও, ৩০টিরও বেশি মডেলের এডিফায়ার হেডফোন বাজারে ছেড়েছে স্মার্ট টেকনোলজিস যেগুলোর ফিচার এবং দামেও রয়েছে বৈচিত্রতা।

এডিফায়ার এর প্রতিটি পণ্যেই থাকবে ১ বছরের স্মার্ট ওয়্যারেন্টি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে