মাকে শুভেচ্ছা জানাতে যা লিখবেন

প্রকাশিত: মে ৮, ২০২২; সময়: ১১:৫৩ পূর্বাহ্ণ |
মাকে শুভেচ্ছা জানাতে যা লিখবেন

পদ্মাটাইমস ডেস্ক : মায়ের রক্তঋণ কখনো শোধ হবার নয়। যদিও মাকে শ্রদ্ধা জানানোর জন্য আলাদা দিবসের প্রয়োজন নেই। তবুও বিশেষ একটা দিনে আলাদা করে মায়ের অবদানের কথা সবাই যেনো মনে করেন। সেজন্যই এই দিবস।

মা। এই একটা শব্দই পৃথিবীর সব দুঃখ, দুর্দশা থেকে মুক্তি দিতে পারে। জীবনে শান্তি আনার জন্য এই মানুষটিই যথেষ্ঠ। পৃথিবীতে যদি কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে থাকতে পারে তিনি হলেন একমাত্র মা।

আজ মায়ের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি অনেকেই বিশেষ দিনে মায়ের সঙ্গে বেড়াতে যেতেও পছন্দ করেন। কিন্তু যারা বাড়ির বাইরে থাকেন তারা কী করবেন?

অনেকেই রয়েছেন যারা কর্মসূত্রে অন্য়ত্র রয়েছেন। ফলে তাদের পক্ষে বাড়ি আসা অনেকসময় সুযোগ হয় না। তাই বিশেষ ওই দিনে মায়ের সঙ্গে ফোনে কথা অথবা ভিডিও কল বা হোয়াটসঅ্যাপ মেসেজ। অথবা যাদের বাড়ি তুলনামূলক একটু বড় শহরে তারা মায়ের জন্য খাবার অর্ডার করে দিতে পারেন।

মাকে শুভেচ্ছা জানাতে বার্তাগুলো জানুন-

মা, তুমিই আমার জীবনের একমাত্র সত্যিকারের বন্ধু। আমার জীবনের আলো দেখিয়েছ তুমিই।

আমি যখন তোমার দিকে তাকাই, আমার মনে হয় একমাত্র সত্যিকারের ভালোবাসার মানুষের দিকেই তাকিয়ে রয়েছি।

দিনের শেষে আমি তোমার কাছে ফিরতে চাই আমার প্রিয় মা।

আমি যা চাই সব তুমিই দাও। তোমার থেকে প্রিয় আমার আর কেউ নেই। তোমাকে খুব ভালোবাসি।

আমার হৃদস্পন্দন আমার মা। তোমাকে ছাড়া আমার এক মুহূর্তও চলবে না। তোমার জন্য রয়েছে অনেক ভালোবাসা।

আমার কাছে পৃথিবীর সবথেকে সুন্দর মানুষ হল আমার মা। তুমিই আমার কাছে চন্দ্র, সূর্য। তুমিই আমার সব।

আমার কাছে আমার মাই সব। যা চাই সব মায়ের দোয়াতেই পাই।

মানুষের বলা সবথেকে মিষ্টি শব্দ হল মা। তোমাকে খুব ভালোবাসি। তোমাকে ছাড়া আমার এক মুহূর্তও চলবে না।

তুমি কতটা প্রিয় তা আমি ছাড়া আর কেউ জানে না। খুব ভালোবাসি মা তোমাকে। Mother’s Day 2022

Happy Mother’s Day

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে