ফেসবুক লগইন করতে লাগবে না পাসওয়ার্ড

প্রকাশিত: মে ৮, ২০২২; সময়: ১০:২৩ পূর্বাহ্ণ |
ফেসবুক লগইন করতে লাগবে না পাসওয়ার্ড

পদ্মাটাইমস ডেস্ক : এখন থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম লগইন করতে পাসওয়ার্ডের প্রয়োজন হবে না। ব্যবহারকারীদের পাসওয়ার্ড মনে রাখতে সমস্যা হয়। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্যই এই ব্যবস্থা চালু করা হয়েছে।

এছাড়াও এই প্রযুক্তির মাধ্যমে আরও সুরক্ষিত থাকবে সোশ্যাল মিডিয়া প্রোফাইল। হ্যাকারদের ক্ষেত্রে আরও কঠিন হবে কোনও প্রোফাইল হ্যাকিং।

৫ মে আন্তর্জাতিক পাসওয়ার্ড দিবসে গুগল, অ্যাপল, মাইক্রোসফট একযোগে ঘোষণা করেছে পাসওয়ার্ডলেস সাইন ইন পদ্ধতি। অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন অ্যাপে লগইন করার জন্য কোনও পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন নেই।

প্রাথমিকভাবে সব বড় বড় প্ল্যাটফর্মে পাসওয়ার্ডলেস অথেনটিকেশন পদ্ধতি নিয়ে আসা হবে। এবং পরবর্তীতে বাকি অ্যাপের সাইন ইনের ক্ষেত্রেও এই পদ্ধতি চালু করা হবে।

password যারা অ্যানড্রয়েড, আইওএস ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এবং অন্যদিকে ক্রোম, এজ ও সাফারি ব্রাউজারের ক্ষেত্রে এবং ম্যকের ক্ষেত্রেও এই সুবিধা পাওয়া যাবে।

কীভাবে পাসওয়ার্ডলেস লগইন কাজ করবে?

এক্ষেত্রে ব্যবহারকারীদের ফোনটিই হবে আসল অথেন্টিকেশন ডিভাইস। হবে সেক্ষেত্রে তা ডিফাল্ট হবে না। ব্যবহারকারীদের নিজেরা পছন্দ করলে তবেই এই সিস্টেম চালু হবে। এক্ষেত্রে ফোনের ডিভাইস লক হবে মেন্ডেটরি। অর্থাৎ প্যাটার্ন, পিন, ফিঙ্গার প্রিন্ট এবং ফেস অথন্টিকেশনই হবে প্রধান অথন্টিকেশন।

ফলে সেই ফোন থেকে ফেসবুক, ইনস্টাগ্রামের মতো অ্যাপসগুলো ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে ওই অ্যাপসগুলোতে ঢুকতে আলাদা করে পাসওয়ার্ড দিতে হবে না। এই পুরো প্রযুক্তির নাম পাসকি। যা ইউনিক ক্রিপটোগ্রাফিক টোকেন সিস্টেমের মাধ্যমে তৈরি করা হয়েছে।

পাবলিক কি ক্রিপটোগ্রাফির মাধ্যমেই পুরো কাজটি হবে বলে জানিয়েন বিভিন্ন সংস্থার সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে