ইন্টারনেট ছাড়াই ফেসবুক ব্যবহার করতে পারবেন যারা

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২১; সময়: ২:৪৪ অপরাহ্ণ |
ইন্টারনেট ছাড়াই ফেসবুক ব্যবহার করতে পারবেন যারা

পদ্মাটাইমস ডেস্ক : ডাটা ব্যালেন্স না থাকলেও ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত থাকার সুযোগ পাবেন রবি গ্রাহকরা। মেটার সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে টেক্সট-ওনলি ফেসবুক এবং মোবাইল ওয়েব ও অ্যানড্রয়েড অ্যাপ ‘ডিসকভার’ উন্মোচন করলো রবি।

ডাটা শেষ হয়ে গেলেও পরবর্তী ব্যালেন্স টপ আপ করার আগ পর্যন্ত ‘টেক্সট-ওনলি ফেসবুকের’ মাধ্যমে ফেসবুকে সংযুক্ত থাকতে পারবেন। এছাড়া মোবাইল ওয়েব ও অ্যানড্রয়েড অ্যাপ ‘ডিসকভার’ ব্যবহার করে কোনো ডাটা চার্জ ছাড়া দৈনিক ১৫ মেগাবাইট ডাটা উপভোগ করতে পাবেন।

রবি থেকে বিনামূল্যে দৈনিক নির্ধারিত ডাটা ব্যবহার করে গ্রাহকরা শিক্ষা, স্বাস্থ্য, প্রতিদিনের খবর, লাইভ খেলাধুলার আপডেট, চাকরির খোঁজ, আবহাওয়ার আপডেট এবং আরও অনেক প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।

রবির অ্যাক্টিং সিইও অ্যান্ড সিএফও, এম রিয়াজ রশীদ বলেন, মেটার টেক্সট-ভিত্তিক ফেসবুক ও মেসেঞ্জার এবং ডিসকভার অ্যাপ দেশের মানুষের ডিজিটাল অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করবে।

সরকার এবং মেটা টিমের সহযোগিতায় আমাদের গ্রাহকদের হাতে এই অত্যাধুনিক ফিচারগুলো পৌঁছে দিতে পারায় আমরা গর্বিত।

টেক্সট-ওনলি ফেসবুক ও ডিসকভারের মতো পদক্ষেপগুলো বাংলাদেশের মানুষের হাতে ইন্টারনেট সংযোগ আরও সহজলভ্য করতে সহায়তা করবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে