সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড কী, জেনে নিন

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২১; সময়: ৪:৫০ অপরাহ্ণ |
সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড কী, জেনে নিন

পদ্মাটাইমস ডেস্ক : করোনার প্রকোপ কিছুটা হ্রাস পেলেও বেশিরভাগ কাজ অনলাইনেই হচ্ছে। এই পরিস্থিতিতে সাইবার সিকিউরিটির বিষয়ে সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বলা হচ্ছে, পাসওয়ার্ড সেট করার সময় অবশ্যই ইউনিক হতে হবে। কোনো সাধারণ শব্দ বা সাধারণ সংখ্যা পাসওয়ার্ড হিসেবে ব্যবহার না করাই ভালো। এরপরেও ২০২১ সালে কিছু পাসওয়ার্ড ব্যবহার হয়েছে সব থেকে বেশি।

নর্ডপ্রেস নামের একটি অ্যাপ এ নিয়ে সমীক্ষা চালিয়েছে। নর্ডপ্রেস হল পাসওয়ার্ড ভিত্তিক একটি অ্যাপ। যার মাধ্যমে যে কেউ বিভিন্ন প্রোফাইলের পাসওয়ার্ড স্টোর করে রাখতে পারেন। সম্প্রতি তারা প্রায় ৫০টি দেশের পাসওয়ার্ড অ্যানালিসিস করেছে।

সমীক্ষায় দেখা গেছে, সব থেকে বেশি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয় ‘Password’। এছাড়াও 12345, 123456, 123456789, 12345678, india123, 1234567890, 1234567, qwerty এবং abc123 পাসওয়ার্ড হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে।

প্রকাশিত রিপোর্টে জানা গেছে, india123 ছাড়া অন্যসব পাসওয়ার্ড এক সেকেন্ডেরও কম সময়ে ক্রয় করা সম্ভব। এবং india123 পাসওয়ার্ডটি ক্রয় করতে ১৭ মিনিট সময় লাগে।

এ নিয়ে নর্ডপ্রেসের সিইও জন কার্কলিস জানিয়েছেন, বারবার সতর্ক করা হলেও সঠিক পাসওয়ার্ড ব্যবহার করছেন না অনেকে। বরং পাসওয়ার্ড সহজ থেকে সহজতর হয়ে যাচ্ছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে