নিবন্ধনহীন ১৭৮ নিউজ পোর্টাল বন্ধ

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১; সময়: ১:৫৬ অপরাহ্ণ |
নিবন্ধনহীন ১৭৮ নিউজ পোর্টাল বন্ধ

পদ্মাটাইমস ডেস্ক : নিবন্ধনহীন ১৭৮টি নিউজ পোর্টাল বন্ধের করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসি সূত্র জানায়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গত রোববার এসব নিউজ পোর্টালের তালিকা ডাক ও টেলিযোগাযোগ বিভাগে পাঠায়। সেখান থেকে তা বিটিআরসিকে পাঠানো হয়।

তথ্য মন্ত্রণালয়ের রোববারের চিঠিতে ১৭৯টি নিউজ পোর্টালের নাম ছিল। তবে চিঠিতে একটি নিউজ পোর্টাল বন্ধ না করে চালু রাখার অনুরোধ জানানো হয়।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া শুরু করে বিটিআরসি। কিন্তু সে সময় ভুল করে নিবন্ধিত কয়েকটি অনলাইনও বন্ধ করে দেওয়া হয়। এরপর প্রক্রিয়াটি বন্ধ রাখা হয়েছিল।

উচ্চ আদালতের নির্দেশে অননুমোদিত ও অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করছে সরকার। গত ১৪ সেপ্টেম্বর হাইকোর্ট সাত দিনের মধ্যে এগুলো বন্ধ করতে নির্দেশ দেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে