যাত্রা শুরু করল নেক্সাস টেলিভিশন

প্রকাশিত: জুলাই ৩০, ২০২১; সময়: ১১:১৬ অপরাহ্ণ |
যাত্রা শুরু করল নেক্সাস টেলিভিশন

পদ্মাটাইমস ডেস্ক : ‘জীবনের বন্ধন’ শ্লোগান নিয়ে দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল স্যাটেলাইট চ্যানেল নেক্সাস টেলিভিশন। শুক্রবার সন্ধ্যা ৬টায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে চ্যানেলটির বাণিজ্যিক সম্প্রচার কার্যক্রম শুরু হয়।

নেক্সাস কর্তৃপক্ষ জানায়, চ্যানেলটিতে সংবাদ, নাটক, সিনেমা বা মিউজিক্যাল শো না থাকলেও, কারেন্ট অ্যাফেয়ার্সভিত্তিক নানা অনুষ্ঠান ও ডকুমেন্টারি প্রচারিত হবে। করোনার কারণে একসঙ্গে সবগুলো অনুষ্ঠান প্রচারিত না হলেও, ধীরে ধীরে তা দর্শকদের সামনে তুলে ধরা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে নেক্সাস টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সানাউল্লাহ জানান, এই টেলিভিশন প্রতিদিন তুলে ধরবে দেশের সুখ-সমৃদ্ধির গল্প, মানুষের বেঁচে থাকা ও ঘুরে দাঁড়ানোর লড়াই, তারুণ্যের শক্তি, নারীর এগিয়ে চলাসহ নানা বিষয়।

চলমান পরিস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানে কোনো অতিথিকে সরাসরি আমন্ত্রণ জানানো হয়নি। ভার্চুয়ালি এই নতুন টেলিভিশনকে শুভেচ্ছা জানিয়েছেন প্রখ্যাত অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দীন মাহমুদ, প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমেদ, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স (অ্যাটকো) এর সভাপতি অঞ্জন চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন প্রমুখ।

  • 38
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে