১৩ হাজারের নকিয়া ফোন এক চার্জে চলবে তিন দিন

প্রকাশিত: জুলাই ১১, ২০২১; সময়: ১:১৭ অপরাহ্ণ |

পদ্মাটাইমস ডেস্ক : পুরোনো গৌরব ফিরে পেতে নকিয়া এখন মরিয়া হয়ে উঠেছে। নকিয়াকে জনপ্রিয় করতে নানা পদক্ষেপ নিচ্ছে ফিনল্যান্ডভিত্তিক টেলিকম জায়ান্টটি।

চলতি সপ্তাহের শুরুতেই ভারতের বাজারে শক্তিশালী ব্যাটারির একটি ফোন আনার ঘোষণা দিয়েছে নকিয়া। মডেল জি ২০ নামে ফোনটি এক চার্জে টানা তিনদিন। ব্যাকআপের জন্য ফোনটিতে ৫০৫০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের (এমএএইচ) শক্তিশালী ব্যাটারি ব্যবহৃত হয়ে‌ছে।

নকিয়া জি ২০ মডেলে থাকছে অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম। দুই বছরের অপারেটিং সিস্টেম আপডেট এবং তিন বছরের জন্য মাসিক সিকিউরিটি আপডেটের সুবিধা থাকছে এ ফোনে। এর সঙ্গে ‌বিনামূল্যে দেওয়া হবে ১০ ওয়াটের একটি চার্জার।

গ্রেসিয়ার ও নাইট দুটি রঙে পাওয়া যাবে নকিয়া জি ২০। ফোনটিতে থাকছে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে। ৪ জিবি র‍্যামের সঙ্গে ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে ৬৪ জিবি বা ১২৮ জিবি।

ফোনটিতে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে গ্রাহকরা পাবেন ২ মেগাপিক্সেলের একটি ডেপথ ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের একটি আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং ২ মেগাপিক্সেলের একটি মাইক্রো সেন্সর। ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে ৮ মেগাপিক্সেলের একটি ক্যামেরা।

ভারতের বাজারে নকিয়া জি ২০ মডেলের দাম পড়ছে ১২ হাজার ৯৯৯ রুপি।

  • 310
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে