বিশ্বজুড়ে টুইটারে বিভ্রাট

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২১; সময়: ৮:২০ অপরাহ্ণ |
বিশ্বজুড়ে টুইটারে বিভ্রাট

পদ্মাটাইমস ডেস্ক : বিশ্বজুড়ে টুইটার বিভ্রাটে পড়েছেন ব্যবহারকারীরা। বিভ্রাটের ফলে অনেক ব্যবহারকারী কোনও টুইট করতে পারেননি। এমনকি অন্যদের টুইট দেখতেও পারেননি অনেকে।

বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের অন্তত ৪০ হাজার ব্যবহারকারী টুইটার বিভ্রাট নিয়ে অভিযোগ করেছেন। গত শুক্রবার রাত থেকে এই বিভ্রাট শুরু হয় বলে অভিযোগ করেন তারা।

ডাউনডিটেক্টরের ওয়েবসাইট বলছে, ভারতীয় সময় শনিবার সকাল ৬টার কিছুক্ষণ আগে থেকে অনেক ব্যবহারকারী টুইটারে প্রবেশ করতে পারেননি। বিশ্বের অনেক ব্যবহারকারী এই বিভ্রাটের কবলে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

টুইটার কর্তৃপক্ষ বিভ্রাটের বিষয়টি স্বীকার করেছে। এ সম্পর্কে এক টুইট বার্তায় প্রতিষ্ঠানটি জানায়, আপনাদের অনেকের টুইট লোড হচ্ছে না। আমরা সমস্যাটি সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং দ্রুতই আপনারা টাইমলাইনে ফিরতে পারবেন।

অবশ্য এই প্রতিবেদন লেখা পর্যন্ত টুইটারের পক্ষ থেকে সমস্যা সমাধানের বিষয়ে কিছু জানানো হয়নি। এমনকি বিভ্রাট এখনও চলছে কিনা সে বিষয়টিও নিশ্চিত করেনি তারা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে