তরঙ্গের জন্য ৮.৩৯ কোটি ডলার ব্যয় করবে রবি

প্রকাশিত: মার্চ ১০, ২০২১; সময়: ১২:৫০ অপরাহ্ণ |
তরঙ্গের জন্য ৮.৩৯ কোটি ডলার ব্যয় করবে রবি

পদ্মাটাইমস ডেস্ক : গ্রাহক সেবা বাড়াতে ৭.৬০ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে শেয়ারবাজারে টেলিযোগাযোগ খাতে তালিকাভুক্ত কোম্পানি রবি আজিয়াটা। এজন‌্য ৮ কোটি ৩৯ লাখ ২০ হাজার ডলার পরিশোধ করতে হবে রবিকে। ২০২৬ সালের মধ্যে ছয় কিস্তিতে এ অর্থ পরিশোধ করা হবে বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

বুধবার (১০ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, রবি ১৮০০ মেগাহার্টজ ব্যান্ডে ২.৬০ মেগাহার্টজ এবং ২১০০ মেগাহার্টজ ব্যান্ডে ৫ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে।

নতুন তরঙ্গ কেনার পর রবির মোট তরঙ্গের পরিমাণ দাঁড়িয়েছে ৪৪ মেগাহার্টজ, গ্রামীণফোনের ৪৭ দশমিক ৪, বাংলালিংকের ৪০ ও টেলিটকের ২৫ দশমিক ২ মেগাহার্টজ।

এর আগে সোমবার (৮ মার্চ) অনুষ্ঠিত নিলামে অংশ নিয়ে এই তরঙ্গ কিনেছে রবি আজিয়াটা। এ নিলামের আয়োজন করে টেলিকম খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। রাজধানীর একটি হোটেলে এ নিলাম কার্যক্রম অনুষ্ঠিত হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে