ফেসবুকে হঠাৎ সমস্যা

প্রকাশিত: মার্চ ৯, ২০২১; সময়: ৩:৩৯ অপরাহ্ণ |
ফেসবুকে হঠাৎ সমস্যা

পদ্মাটাইমস ডেস্ক : সামাজিকমাধ্যমের জায়ান্ট ফেসবুকে হঠাৎ করেই সমস্যা দেখা দিয়েছে। সোমবার (০৮ মার্চ) মধ্যরাত থেকে এ সমস্যা শুরু হয়। বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত এ সমস্যা থাকতে পারে। মেইনটেন্যান্সের কারণে বিশ্বজুড়ে এ সমস্যা হচ্ছে বলে জানা গেছে।

আইডি লগইন করতে গেলে একটি মেসেজ দেখাচ্ছে ফেসবুক। সেখানে লেখা হয়েছে, ‘ফেসবুক খুব শিগগিরই চালু হবে। প্রয়োজনীয় মেইনটেন্যান্সের জন্য এই মুহূর্তে ফেসবুক ডাউন আছে। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই আপনি ফেসবুক ব্যবহার করতে পারবেন।’

বাংলাদেশে সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা বড় প্ল্যাটফর্ম ‘সাইবার ৭১’-এর সঙ্গে যোগাযোগ করে জানা যায়, মেইনটেন্যান্সের জন্য বিশ্বের বিভিন্ন দেশে ফেসবুক ব্যবহারে সমস্যা হচ্ছে। বহু ব্যবহারকারী লগইন করতে গেলে ফেসবুক বন্ধ পাচ্ছে। যদিও ফেসবুক এ জন্য কোনো পূর্বঘোষণা দেয়নি। তবে দ্রুতই ঠিক হয়ে যাবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে