জনপ্রিয়তার শীর্ষে টেলিগ্রাম

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২১; সময়: ২:১০ অপরাহ্ণ |
জনপ্রিয়তার শীর্ষে টেলিগ্রাম

পদ্মাটাইমস ডেস্ক : ফেসবুক মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফরম হোয়াটসঅ্যাপ নিজেদের গোপন নীতি পরিবর্তন করায় ব্যবহারকারীরা অনেকেই পাড়ি জমান অন্য মেসেজিং অ্যাপে। হোয়াটসঅ্যাপের প্রাইভেসি ইস্যুতে সবচেয়ে বেশি লাভবান হয়েছে টেলিগ্রাম।

টেলিগ্রামের জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে, গত মাসে বিশ্বে ডাউনলোডের শীর্ষে ছিল নন-গেমিং অ্যাপটি। সম্প্রতি সেন্সর টাওয়ার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি মাসে বিশ্বে সবচেয়ে বেশিবার ডাউনলোড হয়েছে টেলিগ্রাম।

অ্যাপটি ছয় কোটি ৩০ লাখের অধিক ডাউনলোড হয়েছে। যদিও ডিসেম্বরে গুগল প্লে স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া নন-গেমিং অ্যাপের তালিকায় টেলিগ্রামের অবস্থান ছিল নবম।

সবচেয়ে বেশিবার টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করা দেশের তালিকার প্রথমে রয়েছে ভারত। মোট ডাউনলোডের ২৪ শতাংশই এসেছে এ দেশটি থেকে। তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে ইন্দোনেশিয়া।

দেশটি থেকে এসেছে মোট ডাউনলোডের ১০ শতাংশ। সেন্সর টাওয়ারের সাম্প্রতিক সময়ে ডেটায় উঠে এসেছে তথ্যটি। গত বছরের ডিসেম্বরেও গুগল প্লে স্টোরের সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া নন-গেমিং অ্যাপ তালিকার নবম স্থানে ছিল টেলিগ্রাম।

হুট করেই ডাউনলোড বেড়েছে এনক্রিপ্টেড মেসেজিং সেবাদাতা এ অ্যাপটির। সেন্সর টাওয়ারের প্রতিবেদনমতে, নন-গেমিং অ্যাপের ক্ষেত্রে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে সিগন্যাল, যেটি ফেসবুক ও হোয়াটসঅ্যাপকে পেছনে ফেলে দিয়েছে। আর ছয় কোটি ২০ লাখের অধিক ডাউনলোড নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে টিকটক।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে