হোয়াটসঅ্যাপে নতুন নিয়ম, লাগবে ফেস আইডি

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২১; সময়: ৫:২৯ অপরাহ্ণ |
হোয়াটসঅ্যাপে নতুন নিয়ম, লাগবে ফেস আইডি

পদ্মাটাইমস ডেস্ক : ডেস্কটপ থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারে যুক্ত হচ্ছে অতিরিক্ত সুরক্ষা। এবার হোয়াটসঅ্যাপ ওয়েব খুললে নিরাপত্তার আরো একটি ধাপ পেরিয়ে পৌঁছাতে হবে চ্যাট বক্সে।

এখনও পর্যন্ত ডেস্কটপ থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারে কিউআর কোড স্ক্যান করতে হয়। তবে এবার থেকে অতিরিক্ত সুরক্ষা হিসেবে ফেস আইডি ও ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে হবে আনলকের ক্ষেত্রে।

কিউ আর কোড স্ক্যান করার আগে এই আনলক প্রক্রিয়া থাকবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ। যারা অফিস থেকে তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে থাকেন, এই ফিচারে তাদের সুবিধা হবে বলে মনে করছে ফেসবুক মালিকানাধীন প্রতিষ্ঠানটি।

এ ছাড়া ডেস্কটপে হোয়াটসঅ্যাপ খুললে ফোনে আসবে নোটিফিকেশন।

  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে