ল্যাপটপ ট্যাবলেট বানাবে ফক্সকন

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২১; সময়: ১:১৬ অপরাহ্ণ |
ল্যাপটপ ট্যাবলেট বানাবে ফক্সকন

পদ্মাটাইমস ডেস্ক : তাইওয়ানের ফক্সকন টেকনোলজি কোম্পানি লিমিটেডকে নিজ দেশে ল্যাপটপ ও ট্যাবলেট তৈরির অনুমতি দিয়েছে ভিয়েতনাম। সম্প্রতি দেশটির সরকার খবরটি সম্পর্কে নিশ্চিত করেছে।

শনিবার ভিয়েতনাম সরকার নিজ ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর রাজ্য বাক গিয়াংয়ে কারখানাটি গড়ে তুলবে ফুকাং টেকনোলজি। প্রতিবছর আট কোটি ইউনিট তৈরি হবে কারখানাটিতে।

প্রতিবেদন বলছে, এখন পর্যন্ত ভিয়েতনামে দেড়শ কোটি ডলার বিনিয়োগ করেছে ফক্সকন। আরও ৭০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। এ বছরই দেশটির দশ হাজার অধিবাসীকে নিয়োগ দেওয়ার পরিকল্পনাও রয়েছে ফক্সকনের। মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের অনুরোধে চীন থেকে কিছু পরিমাণ আইপ্যাড ও ম্যাকবুক সংযোজন ভিয়েতনামে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে ফক্সকন।

 

  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে