ক্যামেরায় বড় পরিবর্তন নিয়ে আসছে আইফোন ১৩

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২০; সময়: ৩:১৫ অপরাহ্ণ |
ক্যামেরায় বড় পরিবর্তন নিয়ে আসছে আইফোন ১৩

পদ্মাটাইমস ডেস্ক : অনেক অ্যাপলপ্রেমীর কাছে এখনো আইফোন ১২ স্বপ্ন রয়ে গেল! অথচ আলোচনা শুরু হয়ে গেল আইফোন ১৩ নিয়ে। এরই মধ্যে নতুন আইফোন নিয়ে নানা তথ্য ফাঁস হতে শুরু করেছে।

মার্কিন প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের পরিকল্পনা, ২০২১ সালের সেপ্টেম্বরে নতুন আইফোন বাজারে ছাড়া হবে। এছাড়া একাধিক সূত্র বলছে, আগামী বছরের শেষ দিকে নতুন আইফোন আনতে পারে অ্যাপল।

প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ওয়েবসাইট বলছে, আইফোন ১৩ নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে। তবে এতে বড় কোনো পরিবর্তন দেখা যাবে না। নকশা ও অভ্যন্তরীণ যন্ত্রাংশে পরিবর্তন আনতে পারে অ্যাপল।

আইফোন ১২-তে ক্যামেরায় খুব বেশি পরিবর্তন আনেনি অ্যাপল। তবে এরপরের আইফোনে বেশ বড় পরিবর্তন আসতে পারে ক্যামেরায়। এমন কিছু ফিচার যোগ করা হবে, যা একবারেই নতুন। এছাড়া আইফোন ১৩ তেও ফাইভ–জি নেটওয়ার্ক সমর্থন করবে।

প্রথমবারের মতো আইফোনের সঙ্গে কোনো চার্জার অথবা হেডফোন দেয়া হয়নি। অ্যাপল জানিয়েছে, পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব কমানোর জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাই আইফোন ১৩ তেও চার্জার ও হেডফোন নাও থাকতে পারে।

  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে