বুলিং অপসারণে নতুন ফিচার আনছে ইনস্টাগ্রাম

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২০; সময়: ১:২৯ অপরাহ্ণ |
বুলিং অপসারণে নতুন ফিচার আনছে ইনস্টাগ্রাম

পদ্মাটাইমস ডেস্ক : স্বয়ংক্রিয়ভাবে অনলাইন বুলিং অপসারণ করতে নতুন ফিচার নিয়ে আসছে ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম। পুরনো ব্যবহারকারীদের ব্যবহার করা বুলিংয়ের সঙ্গে নতুন বুলিংয়ের মিল পেলেই সেটি স্বয়ংক্রিয়ভাবে মুছে দেবে ফেসবুক মালিকানাধীন এ অ্যাপটির কর্তৃপক্ষ।

মঙ্গলবার অ্যাপসের দশম জন্মদিন উপলক্ষে ইনস্টাগ্রামের পক্ষ থেকে বলা হয়েছে, আগে যেসব বুলিং করা হয়েছিল তার সঙ্গে সামঞ্জস্য পাওয়া বুলিং স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হবে। এমনকি হুমকি বা হয়রানি করার জন্য ব্যবহার করা মন্তব্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অপসারণ করা হবে।

গত দুই বছর আগে অনলাইন বুলিংয়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি দেন অ্যাডাম মোসেসি। গত বছর ‘Restrict’ নামের একটি নতুন ফিচার তৈরি করে ফেসবুকের মালিকানাধীন সংস্থাটি। এটি ব্যবহারের মাধ্যমে একজন ব্যবহারকারী তার পোষ্টটি দৃশ্যমান সীমাবন্ধ করতে পারবেন।

ইনস্টাগ্রাম আরো জানায়, কোনো ইনস্টাগ্রাম ব্যবহারকারী যদি অতিরিক্ত কমেন্ট করেন তবে এটিও বুলিংয়ের আওতায় ধরা হবে। প্রথমে সতর্ক করার পর অ্যাকাউন্ট বাতিল করা হতে পারে।

  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে