মাসের শুরুতেই চমকপ্রদ দুই ফোন আনলো গুগল

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২০; সময়: ৩:১৪ অপরাহ্ণ |
মাসের শুরুতেই চমকপ্রদ দুই ফোন আনলো গুগল

পদ্মাটাইমস ডেস্ক : পিক্সেল ৫ ও পিক্সেল ৪এ ফাইভজি’র ঘোষণা দিলো মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। আগস্টে পিক্সেল ৪এ উন্মোচনের সময়ই বলো হয়েছিল, অক্টোবরে আরো দু’টি ফোন লঞ্চ হবে। সে অনুযায়ী এ মাসের প্রথম দিনই নতুন ফোন দু’টির ঘোষণা আসলো।

পিক্সেল ৫

৬ ইঞ্চি ডিসপ্লের পিক্সেল ৫-এর রেজুলেশন ২৩৪০ বাই ১০৮০ পিক্সেল ও রিফ্রেশ রেট ৯০ হার্জ। ফোনটিতে প্রসেসর হিসেবে আছে স্ন্যাপড্রাগন ৭৬৫জি। ফাইভজি ফোনটির র‍্যাম ৮ জিবি, স্টোরেজ ১২৮ জিবি। ১৮ ওয়াটের ফাস্ট চার্জিংসহ ব্যাটারির শক্তি ৪০৮০ এমএএইচ।

ফোনটির পেছনে আছে ১২.২ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও ১৬ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের দুটি রিয়ার ক্যামেরা। সামনে আছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। পিক্সেল ৫ এর দাম ধরা হয়েছে ৬৯৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৫৮ হাজার ৭১৬ টাকা)।

পিক্সেল ৪ এ ফাইভজি

পিক্সেল ৪এ-এর ফাইভজি সংস্করণে আছে ৬.২ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে। প্রসেসরে আছে স্ন্যাপড্রাগন ৭৬৫জি। ফোনটির র‍্যাম ৬ জিবি, স্টোরেজ ১২৮ জিবি ব্যাটারির শক্তি ৩৮৮৫ এমএএইচ। ফোনটি পানি নিরোধী নয়, ওয়্যারলেস চার্জিং কিংবা রিভার্স ওয়্যারলেস চার্জিংয়েরও সুবিধা নেই। ফোনটির দাম ৪৯৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪১ হাজার ৯১৬ টাকা)।

  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে