মেসেঞ্জারে মেসেজ ফরওয়ার্ডে নতুন নিয়ম

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২০; সময়: ১:১৩ অপরাহ্ণ |
মেসেঞ্জারে মেসেজ ফরওয়ার্ডে নতুন নিয়ম

পদ্মাটাইমস ডেস্ক : মেসেঞ্জারে একই মেসেজ এখন থেকে পাঁচটির বেশি অ্যাকাউন্টে ফরওয়ার্ড করা যাবে না। ভুয়া খবর বা গুজব ঠেকাতে নতুন এ পদক্ষেপ হাতে নিয়েছে ফেসবুক। বৃহস্পতিবার এক ব্লগ পোস্টে মেসেঞ্জার প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির প্রোডাক্ট ম্যানেজমেন্টের ডিরেক্টর জে সুলিভান বলেন, ভাইরাল হওয়া ভুল তথ্য এবং ক্ষতিকারক কন্টেন্ট ছড়িয়ে পড়ার বিষয়টি কিছুটা হলেও কমাতে সক্ষম হবে নতুন ফরোয়ার্ডিং লিমিট।

ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ এই ধরনের লিমিট বেঁধে দেয়া হয়েছিল দুই বছরেরও বেশি সময় অগে। চলতি বছরের মার্চে মেসেঞ্জারেও এই পদ্ধতি চালুর কথা প্রথমবার সামনে এসেছিল। বেশ কয়েকদিন ধরে এটি পরীক্ষাধীন অবস্থায় ছিল, এখন এটি পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর জন্য রোলআউট করা হচ্ছে।

জানা গেছে, এখন থেকে ফেসবুক মেসেঞ্জার ব্যবহারকারীরা কোনো মেসেজ ৫ জনের বেশি ইউজারের সঙ্গে শেয়ার করতে পারবেন না। এক্ষেত্রে তৎক্ষণাৎ একটি নোটিফিকেশন প্রদর্শিত হবে; এতে লিখা থাকবে ‘ফরোয়ার্ডিং লিমিট রিচড’।

  • 22
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে