১০০ কিলোমিটার যেতে লাগবে মাত্র সাত টাকা

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২০; সময়: ২:২০ অপরাহ্ণ |
১০০ কিলোমিটার যেতে লাগবে মাত্র সাত টাকা

পদ্মাটাইমস ডেস্ক : একবার চার্জ দিলেই চলবে একশ’ কিলোমিটার। চার্জিং খরচও কম। তার উপর নেই কোনো রক্ষণাবেক্ষণ খরচ। এমনই একটি বাইক এনেছে ভারতের হায়দ্রাবাদের এক স্টার্টআপ কোম্পানি অটোমোবাইল প্রাইভেট লিমিটেড।

প্রতিষ্ঠানটি বাজারে এনেছে অটাম ১.০ নামের একটি ইলেকট্রিক বাইক। ভারতে বাইকটির দাম রাখা হয়েছে ৫০ হাজার রুপি।

পারফরম্যান্সের কথায় আসলে, ইলেকট্রিক বাইকটিতে লিথিয়াম আয়ন ব্যাটারি দেয়া হয়েছে। ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ হতে ৪ ঘন্টা সময় নেয়। এটি একবার চার্জে ১০০ কিমি দূরত্ব অতিক্রম করতে সক্ষম। এটি ইন্টারন্যাশনাল সেন্টার ফর অটোমোটিভ টেকনোলজি অনুমোদিত স্বল্প গতির বৈদ্যুতিক বাইক। ফলে এর সর্বোচ্চ গতিবেগ ২৫ কিমি/ঘন্টার মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে।

বাইকটির গতি কম হওয়ায় এটি কেনার পর রেজিস্ট্রেশন বা চালানোর সময় ড্রাইভিং লাইসেন্স কোনোটিরই প্রয়োজন পড়বে না। এটি টিনএজারদের চালানোর পক্ষ উপযুক্ত হবে। এছাড়া ইকো ফ্রেন্ডলি বাইকটি একাধিক রঙে পাওয়া যাবে।

এর নির্মাতা প্রতিষ্ঠান দাবি করছে বাইকটি চালানোর খরচও খুব কম। যেমন- এটি চার্জ প্রতি এক ইউনিট বিদ্যুত খরচ করে। সেই হিসেবে বাইকটি ১০০ কিমি চালাতে দিনে গড়ে খরচ হচ্ছে মাত্র ৭-১০ টাকা (বিদ্যুতের ইউনিট রেট সংস্থা অনুযায়ী ভিন্ন)।

এছাড়া বাইকটির ফিচারের মধ্যে আছে, বেস্ট-ইন-ক্লাস গ্রাউন্ড ক্লিয়ারেন্স। যে কোনো ধরনের রাস্তায় বাইকটি সহজেই চালানোর জন্য ভারি টায়ার রয়েছে। এছাড়াও সম্পূর্ণ ডিজিট্যাল ডিসপ্লে ও ইন্ডিকেটর ও দুই বছরের ওয়ারেন্টি সহ রয়েছে দীর্ঘস্থায়ী ব্যাটারি।

  • 25
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে