সেপ্টেম্বরেই ফোল্ডেবল ফোন আনছে মাইক্রোসফট

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২০; সময়: ১২:৪৫ অপরাহ্ণ |
সেপ্টেম্বরেই ফোল্ডেবল ফোন আনছে মাইক্রোসফট

পদ্মাটাইমস ডেস্ক : ব্যবসায়িক বা অফিসের কাজের কথা মাথায় রেখে নতুন ডিভাইস তৈরি করেছে মাইক্রোসফট। নিজেদের ব্লগ টেক জায়ান্টটি জানিয়েছে, ১০ সেপ্টেম্বর ফোল্ডেবল ফোন ‘সারফেস ডুয়ো’ বাজারে আসবে।

ফোনটির ৫ দশমিক ৬ ইঞ্চির দুটি স্ক্রিনের সংযোগ ঘটাতে রয়েছে ৩৬০ ডিগ্রি হিঞ্জ। এটি পুরো আনফোল্ড করলে তা ৮ দশমিক ১ ইঞ্চির ফ্যাবলেটে পরিণত হবে। এর প্রসেসরে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮৫৫।

গুগলের অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলবে সারফেস ডুয়ো। ডিভাইসটিতে একটি ফ্রন্ট ক্যামেরাও রয়েছে। ডিভাইসটির বিশেষত্ব হচ্ছে, একইসঙ্গে কথা বলা ও অ্যাপ ব্যবহার করা যাবে। ফোল্ডেবল ফোনটির দাম শুরু হবে ১ হাজার ৩৯৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ১৭ হাজার ৫১৬ টাকা) থেকে।

২০১৯ সালের ৩ অক্টোরবর হার্ডওয়্যার ডিভাইসটি উন্মোচন করেছিল মাইক্রোসফট। সে সময়ই মাইক্রোসফটের চিফ প্রোডাক্ট অফিসার পানোস প্রনয় জানিয়েছিলেন, ফোনটি ২০২০ সালের শেষভাগে বাজারে পাওয়া যাবে।

  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে