বক্সিংয়ে চ্যাম্পিয়ন সুরা কৃষ্ণ-আল আমিন

প্রকাশিত: মে ২১, ২০২২; সময়: ২:০১ অপরাহ্ণ |
খবর > খেলা
বক্সিংয়ে চ্যাম্পিয়ন সুরা কৃষ্ণ-আল আমিন

পদ্মাটাইমস ডেস্ক : মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম বৃহস্পতিবার রাতটি ছিল অন্যরকম। প্রথমবারের মতো পেশাদার বক্সিংয়ে ম্যাচটি হয়েছে এই ভেন্যুতে।

সুরা কৃষ্ণ চাকমা এবং আল আমিনের নিজ নিজ লড়াইয়ে জিতে বাংলাদেশের প্রথম পেশাদার বক্সিং টুর্নামেন্টকে স্মরণীয় করে রাখেন।

সাউথ এশিয়ান প্রো বক্সিং ফাইট নাইট-দ্য আলটিমেট গ্লোরি নামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় স্থানীয় নায়ক সুরা কৃষ্ণ চাকমা লাইটওয়েট বিভাগে নেপালি লাইটওয়েট চ্যাম্পিয়ন মহেন্দ্র বাহাদুর চাঁদকে এবং মোহাম্মদ আলামিন ওয়েল্টারওয়েট বিভাগে নেপালি বক্সার ভরত চাঁদকে হারিয়েছেন।

ভারতীয় জাতীয় চ্যাম্পিয়ন হর্ষ গিল বাংলাদেশের বক্সার হেরা মিয়াকে নকআউট পাঞ্চের মাধ্যমে পরাজিত করে ক্রুজারওয়েটের লড়াইটি মাত্র তিন রাউন্ডে শেষ করেছিলেন।

বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশনের চেয়ারম্যান আদনান হারুন, ভারতীয় বক্সিং কাউন্সিলের সভাপতি ব্রিগেডিয়ার পিকেএম রাজা এবং নেপাল প্রফেশনাল বক্সিং কমিশনের সভাপতি ‘ম্যাক্স’ মনোহর বাসনেট উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে