১৩ মাস পর তামিমের ব্যাটে ফিফটি

প্রকাশিত: মে ১৭, ২০২২; সময়: ১১:১৫ পূর্বাহ্ণ |
খবর > খেলা
১৩ মাস পর তামিমের ব্যাটে ফিফটি

পদ্মাটাইমস ডেস্ক : শ্রীলঙ্কার প্রথম ইনিংসে করা ৩৯৭ রানের জবাবে ব্যাট করতে নেমে এখনও অবিচ্ছিন্ন আছেন মাহমুদুল হাসান জয় ও তামিম ইকবাল। তামিম ইকবালের ক্যারিয়ারের ৩২তম ফিফটিতে বড় সংগ্রহের স্বপ্ন বুনছে টাইগাররা।

শুরুটা অবশ্য ভালো হয়নি তামিমের। দ্বিতীয় ওভারেই অফ স্ট্যাম্পের অনেক বাইরের বল ড্রাইভ করতে গিয়ে ক্যাচ দেন স্লিপে। কুশাল মেন্ডিস ফেলে দেন সেই ক্যাচ। পরে অবশ্য দেখা যায় ক্যাচটি নিলেও আউট হতেন না তামিম, বলটি ছিল ‘নো বল’।

এরপর সাবধানী খেলতে শুরু করা তামিম নিজের প্রথম বাউন্ডারি মেরেছেন ৮ম ওভারে। ভিশওয়া ফার্নান্দো, রমেশ মেন্ডিসদের বলও খেলেছেন বেশ স্বচ্ছন্দ্যে। গতকাল ৩৫ রান নিয়ে দিনের খেলা শেষ করেন দেশসেরা এই ব্যাটার।

আজ শুরুটা দারুণ করেছেন তামিম। দিনের দ্বিতীয় ওভারেই ভিশওয়াকে টানা দু’টি চার হাঁকিয়ে যেন জানান দিলেন গতকাল যেখানে শেষ করেছিলেন, আজ শুরু করেছেন সেখান থেকেই।

২৪তম ওভারে মেন্ডিসকে ব্যাকওয়ার্ড পয়েন্টের ফাঁক গলিয়ে চার মেরে ফিফটি পূর্ণ করেন চট্টগ্রামের ঘরের ছেলে। গত বছর পাল্লাকেল্লেতে নিজের সর্বশেষ টেস্ট ফিফটিও শ্রীলংকার বিপক্ষেই করেছিলেন তামিম।

সেবার প্রথম ইনিংসে খেলেছিলেন ৯২ রানের এক অনবদ্য ইনিংস।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে