মেসিদের আর্জেন্টিনার খেলায় উপচে পড়া ভিড়

প্রকাশিত: মে ১৫, ২০২২; সময়: ২:০২ অপরাহ্ণ |
খবর > খেলা
মেসিদের আর্জেন্টিনার খেলায় উপচে পড়া ভিড়

পদ্মাটাইমস ডেস্ক : বাংলাদেশের মানুষের ফুটবল উন্মাদনার কথা সবারই জানা। কাতার বিশ্বকাপের উন্মাদনায় এরই মধ্যে মেতেছে বাংলাদেশ। যথারীতি বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) টিকিটের জন্য জমা পড়েছে প্রচুর আবেদন।

তবে সেই লড়াইয়ে এগিয়ে আছে আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচ। ১১০ জন বাংলাদেশি দর্শক সরাসরি স্টেডিয়ামে বসে এই ম্যাচটির সাক্ষী হতে চান।

মেসি-মারিয়াদের সমর্থকেরা যখন কাতার স্বপ্নে মজেছে তখন ব্রাজিল ও নেইমার ভক্তরা পিছিয়ে থাকবে তা কি করে হয়। ব্রাজিল ম্যাচের জন্যও জমা পড়েছে অনেক আবেদন। তবে তা ছাড়াতে পারেনি আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচের আবেদন সংখ্যা।

বাফুফে এখন আবেদনগুলো পর্যালোচনা করছে। প্রাপ্ত আবেদনগুলো বিভিন্ন মানদণ্ডে ভাগ করে প্রাথমিক রুপরেখা তৈরি করা হয়েছে। পরবর্তী সভাগুলোতে এগুলো আরো খতিয়ে দেখা হবে।

এদিকে টিকিটির চাহিদা এরই মধ্যে মাত্রা ছাড়িয়েছে। জমা পড়েছে হাজারখানেক আবেদন। আর সেখানেই বেধেছে বিপত্তি ৷

বিশ্বকাপের মূল পর্বে না খেলা দেশগুলোকে ফিফা নীতিমালার আলোকে ২০০-২৫০ টিকিট বরাদ্দ দিয়ে থাকে। এদিকে বাফুফে এখনো ফিফার কাছ থেকে নিশ্চিত হতে পারেনি কয়টি টিকিট পাবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে