ইউনাইটেডকে রোনালদোর মূল্যবান উপদেশ

প্রকাশিত: মে ১৪, ২০২২; সময়: ১০:৪৮ পূর্বাহ্ণ |
খবর > খেলা
ইউনাইটেডকে রোনালদোর মূল্যবান উপদেশ

পদ্মাটাইমস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু সতীর্থদের ছন্নছাড়া পারফরম্যান্সে আগামী মৌসুমে বিশ্বের অন্যতম সেরা এই মহাতারকাকে খেলতে হতে পারে ইউরোপা লিগ। প্রায়ই খেলোয়াড় থেকে কোচ বনে যাওয়া রোনালদো এবার বনে গেলেন উপদেষ্টা। ক্লাবকে বললেন ভাল ফল পেতে সময় দিতে হবে নতুন ডাচ কোচকে।

আগামী মৌসুমেই দলের সঙ্গে যোগ দেবেন নতুন নিয়োগপ্রাপ্ত কোচ এরিক টেন হাগ। নতুন বসকে নিয়ে সিআর সেভেন বলেন, ‘আমি জানি সে অ্যাজক্সে দারুণ কাজ করেছে এবং সে একজন অভিজ্ঞ কোচ। কিন্তু আমাদের তাকে সময় দিতে হবে।’

নতুন কোচের প্রতি আশাব্যাঞ্জক এক বার্তাও দিলেন পর্তুগিজ মহাতারকা, ‘যেভাবে সে চায় সেভাবেই সবকিছু বদলাবে। যদি তুমি ভাল করো সমগ্র ম্যানচেস্টার ইউনাইটেডই সফল হবে। তাই তোমার জন্য শুভকামনা।’

এরিকের নিয়োগ নিশ্চিত হওয়ার আগে থেকেই তিনি নাকি রোনালদোকে দল থেকে ছেঁটে ফেলতে চান এমনটা দাবি করে কয়েকটি ব্রিটিশ গণমাধ্যম। তবে এত কিছুর পরও নতুন কোচকে নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করতেও সংকোচ করেননি রোনালদো, ‘তার আগমনে আমরা সবাই আনন্দিত ও উত্তেজিত। শুধুমাত্র খেলোয়াড় হিসেবে নয় ফ্যান হিসেবেও। আমাদের বিশ্বাস করতে হবে আগামী বছর আমরা শিরোপা জিততে পারি।’

রোনালদোর পারফরম্যান্স নিয়ে অনেক সমালোচনা ও মিডিয়ায় ব্যাপক কানাঘুষা হলেও আদতে চলতি মৌসুমে রেড ডেভিলদের হয়ে সবচেয়ে সফল ছিলেন তিনিই। ১৮ গোল করে প্রিমিয়ার লিগের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা, সব মিলিয়ে ইউনাইটেডে ফিরে করেছেন ২৪ গোল।

জাতীয় দলের হয়ে করা গোল বিবেচনায় নিলে ২০২১-২২ মৌসুমে তার মোট গোলসংখ্যা ৩০। সব মিলিয়ে ৩৭ বছরেও অনন্য রোনালদো।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে