পদত্যাগ করলেন রুট
পদ্মাটাইমস ডেস্ক : ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন সময়ের অন্যতম সেরা ব্যাটার জো রুট। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
২০১৭ সালে টেস্ট দলের অধিনায়ক হন রুট। তার অধীনে ইংল্যান্ড সর্বোচ্চ ৬৪ ম্যাচ খেলেছে। এ সময় ২৭ ম্যাচে জিতেছে ইংলিশরা।
রুটের অধীনে ইংল্যান্ড ২০১৮ সালে ভারতের বিপক্ষে ৪-১ ব্যবধানে জয় পায়। এছাড়া ২০২০ সালে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে দলকে ৩-১ ব্যবধানে সিরিজ জিতিয়েছেন তিনি।
রুটের নেতৃত্বেই ২০০১ সালের পর শ্রীলংকার মাটিতে ২-০ ব্যবধানে টেস্ট জয়ের রেকর্ড গড়ে ইংল্যান্ড। তবে লাল বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে শেষ ১৪ মাস খুবই কঠিন সময় কাটিয়েছেন তিনি।
অ্যাশেজে অস্ট্রেলিয়ার মাঠে গিয়ে ৪-০ ও ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের টেস্ট হেরেছে ১-০ ব্যবধানে হেরেছেন রুট।
ইসিবি’র বিবৃতিতে রুট বলেছেন, ‘ক্যারিবীয় সফর থেকে ফেরার পরে কিছু সময় আমি ভাবনা-চিন্তা করেছি এবং নেতৃত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
এটা আমার ক্যারিয়ারের সবেচেয়ে কঠিন সিদ্ধান্ত। পরিবার ও নিকটস্থদের সঙ্গে আলাপ করে শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্তই নিয়েছি।’
ব্যাটার হিসেবে এখন পারফরম্যান্স করতে তিনি মুখিয়ে আছেন বলেও উল্লেখ করেন, ‘থ্রি লায়ন্সকে প্রতিনিধিত্ব করতে ও দলকে সাফল্য এনে দেবে এমন পারফরম্যান্স করার জন্য আমি উচ্ছ্বসিত।
আমি দলের একজন ক্রিকেটার হিসেবে আমার অধিনায়ক, কোচ ও সতীর্থদের সহায়তা করতে চাই।’