নতুন বছরে সবকিছু জেতার চেষ্টা করবে পিএসজি

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২২; সময়: ৪:২১ অপরাহ্ণ |
খবর > খেলা
নতুন বছরে সবকিছু জেতার চেষ্টা করবে পিএসজি

পদ্মাটাইমস ডেস্ক : স্কোয়াডে তারকাদের ছড়াছড়ি। লিওনেল মেসি, নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপে আক্রমণভাগের সেরা তিন তারকা তাদের দলে। আছেন ডি মারিয়া, ইকার্দিদের মতো ফুটবলাররাও। সার্জিও রামোস কিংবা মার্কিনিওসের মতো তারকারাও খেলেন দলটিতে। তবুও যেন আশানুরূপ পারফরম্যান্স করতে পারছে না প্যারিস সেইন্ট জার্মেইঁ।

গত বছরের শেষদিকে করোনার কারণে কয়েকটি ম্যাচ খেলতে পারেননি লিওনেল মেসি। নতুন বছরে প্রথমবার স্কোয়াডে ফিরেছেন তিনি। সব তারকাদের সঙ্গে নিয়ে এবার সম্ভাব্য সব শিরোপা জিততে যায় পিএসজি। এমন কথাই জানিয়েছেন দলটির অন্যতম বড় তারকা আনহেল ডি মারিয়া।

তিনি বলেছেন, ‘এই বছরটা খুব শক্তভাবে শুরু করছি আমরা। সবাইকে টেনে একপাশে সরিয়ে রেখে আবার সবকিছু জেতার চেষ্টা নিয়েই মাঠে নামবো। ফ্রেঞ্চ লিগ এখন অনেক বেশি মজবুত, সব দল দারুণ খেলছে। এটা সহজ নয়। আমাদের শেষ মুহূর্তে গোল করতে ভাগ্য সহায়তা করেছে। যদি কোনো ফল না আসে সমালোচনা স্বাভাবিক। কিন্তু আমরা শতভাগ চেষ্টা করছি। সম্ভাব্য সব শিরোপাই জেতার চেষ্টা করে যাচ্ছি সর্বোচ্চ পর্যায়ে থেকে।’

ইনজুরি নিয়ে ডি মারিয়া বলেছেন, ‘সবাইকে ফিট রাখা ও একটা পারফেক্ট দল দ্রুত করে ফেলা কঠিন। এখানে অনেক মানসম্পন্ন ফুটবলার আছে, প্রতি বছর তার সঙ্গে নতুনরাও যুক্ত হচ্ছে। যদি আপনার কাছে পৃথিবীর সেরা দলও থাকে, এটা তখনও সহজ নয় যখন একে-অপরকে চিনবেন না। একবার সেটা হয়ে গেলে। সবকিছু নিজের মতো করেই চলবে।’

চলতি বছর বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি টেনে পিএসজিতে যোগ দেন মেসি। তার এই সিদ্ধান্তের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আনহেল ডি মারিয়ার। লিগ ওয়ানে মাত্র এক গোল পাওয়া মেসিকে পিএসজিতে মানিয়ে নিতে সাহায্য করছেন ডি মারিয়া, জানিয়েছেন তিনি।

সঙ্গে বলেছেন, ‘মেসির সঙ্গে আগে থেকে সম্পর্ক থাকাটা গুরুত্বপূর্ণ। কারণ আমি তাকে জানি এবং এটাও জানি সে কোন জায়গাটাতে থাকে। সে বলের জন্য তাকিয়ে থাকে আর গোল করতে চায়। অথবা বলটা ধরে ওয়ান-অন-ওয়ান জায়গায় চলে যেতে চায়। ধীরে ধীরে মেসি নিজেকে খুঁজে পাবে।’

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে