ছাঁটাই হলেন রাফায়েল বেনিতেজ

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২; সময়: ১০:২৪ পূর্বাহ্ণ |
খবর > খেলা
ছাঁটাই হলেন রাফায়েল বেনিতেজ

পদ্মাটাইমস ডেস্ক : মৌসুমের শুরু থেকেই বাজে পারফরম্যান্স করে যাচ্ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব এভারটন। ১৯ ম্যাচে মাত্র ৫ জয়ের ফলে কোচ বেনিতেজের ওপর চাপ বাড়ছিল। চলতি সপ্তাহে নরউইচের কাছে হারের পর সেই চাপ আরও বেড়ে যায়। শেষ পর্যন্ত রোববার (১৬ জানুয়ারি) ছাঁটাই করা হয় তাকে।

এক বিবৃতিতে রোববার (১৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগের ক্লাবটি। বেনিতেজের স্থলাভিষিক্ত কে হবেন, তা এখনো জানানো হয়নি। সাবেক রিয়াল কোচ বেনিতেজের বিদায়ের মধ্য দিয়ে ছয় বছরে এই নিয়ে সপ্তমবার নতুন কোচের সন্ধানে নামবে এভারটন।

মাত্র ছয় মাস আগে দায়িত্ব নেওয়া এই স্প্যানিয়ান শুরু থেকেই এভারটনের সমর্থকদের কাছে তেমন পছন্দের ছিলেন না। যার মূল কারণ, লিভারপুলের কোচ থাকাকালীন সময়ে এভারটনকে নিয়ে অপ্রীতিকর মন্তব্য করেছিলেন তিনি।

গত মৌসুমে দশম হওয়া দলটি এবার লিগে ১৯ ম্যাচ শেষ হওয়ার পর আছে ১৬তম স্থানে। গত সেপ্টেম্বর থেকে লিগে মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে এভারটন।

নরউইচের বিপক্ষে ২-১ গোলে হারের পর সমর্থকরা বেনিতেজ ও ক্লাবের বোর্ডের ওপর ক্ষোভ প্রকাশ করে। যার ফল গতকাল ভোগ করেন রাফা। এর আগে ২০১৬-২০১৯ সাল পর্যন্ত নিউক্যাসেল ইউনাইটেডের কোচের দায়িত্বে ছেলেন বেনিতেজ।

১৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লিগে ১৬তম স্থানে ঐতিহাসিক এই ক্লাবটি। অবনমন অঞ্চল থেকে মাত্র ৬ পয়েন্ট ওপরে আছে তারা। এফ এ কাপে অ্যাস্টন ভিলার বিপক্ষে ২ ফেব্রুয়ারি মাঠে নামবে এভারটন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে