৩৩০ রানে থামল বাংলাদেশ

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২১; সময়: ১:০৯ অপরাহ্ণ |
৩৩০ রানে থামল বাংলাদেশ

পদ্মাটাইমস ডেস্ক : চট্টগ্রাম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৩৩০ রানে অল আউট হয়েছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১১৪ রান করেছেন লিটন। মুশফিকুর রহিম করেছেন ৯১ রান। আজ দ্বিতীয় দিন ৩৮ রানে অপরাজিত ছিলেন মিরাজ।

চট্টগ্রাম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৩৩০ রানে অল আউট হয়েছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১১৪ রান করেছেন লিটন। মুশফিকুর রহিম করেছেন ৯১ রান। আজ দ্বিতীয় দিন ৩৮ রানে অপরাজিত ছিলেন মিরাজ।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার দ্বিতীয় দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দিনের শুরুতেই ফিরেন আগের দিনের সেঞ্চুরিয়ান লিটন। হাসান আলীর বলে এলবিডব্লিউ’র শিকার হন তিনি।

এরপর ব্যাটিংয়ে নামা ইয়াসির রাব্বি নিজের অভিষেক রাঙাতে পারেননি। হাসানের সুইংয়েই উড়ে যায় তাঁর স্টাম্প। অভিষেকে ১৯ বলে ৪ রান করেন রাব্বি। এরপর হতাশা সঙ্গী হয় মুশফিকের। সেঞ্চুরির কাছে গিয়েও পারলেন না স্পর্শ করতে। মুশফিককে কট বিহাইন্ড করে থামান ফাহিম আশরাফ। আম্পায়ার আউট দিলে রিভিউ নেন এ মিডল অর্ডার ব্যাটার। কিন্তু, রক্ষা পাননি। ৮২ রান নিয়ে দিন শুরু করা মুশফিক থামলেন ৯১ রানে। টেস্টে এ নিয়ে চতুর্থ বার নার্ভাস নাইন্টিজের শিকার হলেন মুশফিক।

প্রথম দেড় ঘণ্টায় তিন জনকে হারানোর পর কিছুটা প্রতিরোধ গড়েন মেহেদী-তাইজুলের জুটি। তবে, সে জুটিও বেশিক্ষণ স্থায়ী হয়নি। ফিরে যান তাইজুল। শেষদিকে মিরাজের ব্যাটে ৩৩০ রানের পুঁজি পায় বাংলাদেশ। ৬৮ বলে ৩৮ রান করেন মেহেদী মিরাজ। পাকিস্তানের হয়ে হাসান আলী নেন ৫ উইকেট। এছাড়া ২টি করে উইকেট নেন আফ্রিদি ও ফাহিম।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে