রাজশাহীতে এমসিসি টি-২০ টুর্ণামেন্টে প্রথম দিনে ৬ দলের শুভ সূচনা

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২১; সময়: ৮:১০ অপরাহ্ণ |
খবর > খেলা
রাজশাহীতে এমসিসি টি-২০ টুর্ণামেন্টে প্রথম দিনে ৬ দলের শুভ সূচনা

নিজস্ব প্রতিবেদক : মার্ষ্টাস ক্রিকেট কার্নিভালে (এমসিসি) নিজ নিজ খেলায় জয় পেয়েছে রাজশাহী রয়েল, রাজশাহী রাইডার, ফাইটার রাজশাহী, বরেন্দ্র হিরোজ, নর্দান টাইটান ও রাজশাহী ঈগল।

শুক্রবার ফর্মার ক্রিকেটার্স অব রাজশাহীর আয়োজনে এমসিসি টি-২০ টুর্ণামেন্টে শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এ-গ্রুপের প্রথম খেলায় গতবারের চ্যাম্পিয়ন কিংস ইলেভেন সিল্ক সিটিকে ২৭ রানে পরাজিত করে রাজশাহী রয়েল।

রয়েলের বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ৩৫ বলে অপরাজিত ৬২ রান করেন। খেলার নিয়ম অনুযায়ী কোন ব্যাটার ৬০ রান করলে তাকে ব্যদ্ধতামূলক অবসর নিতে হয়। এছাড়াও রুপম ২৯ বলে ৩২ রান করেন।

এই মাঠে দিনের অপর খেলায় নর্দান টাইটান ৪ উইকেটে পরাজিত করে রাজশাহী সিক্সসারকে। টাইটানের টিংকু ২১ বলে ৭৫ ও রনক ২১ বলে ৩৭ রান করেন। মহিলা কমপ্লেক্স গ্রাউন্ডে উত্তোজনাপূর্ণ দিনের প্রথম খেলায় রাজশাহী রাইডার মাত্র ৩ রানে পরাজিত করে রাজশাহী বুলস্কে। রাজশাহী রাইডারের খোকন বলে ৩৭ ও সোহান ৩৩ বলে ৩১ রান করেন।

এই মাঠে দিনের অপর খেলায় রাজশাহী চ্যালেঞ্জারকে ৩ উইকেটে পরাজিত করে বরেন্দ্র হিরোজ। হিরোজের শিবলী ১৮ বলে ৩৪ রান করেন। রাজশাহী কলেজ মাঠে দিনের প্রথম খেলায় রাজশাহী ঈগল ২৩ রানে পরাজিত করে পদ্মা ওয়ারিয়াসকে। দিনের অপর খেলায় ফাইটার রাজশাহী ৫ উইকেটে ব্লেজিং বরেন্দ্রকে পরাজিত করে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে