আইজিপি কাপ আন্ত উপজেলা কাবাডি প্রতিযোগিতায় সমাপনী

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২১; সময়: ৮:০৬ অপরাহ্ণ |
খবর > খেলা
আইজিপি কাপ আন্ত উপজেলা কাবাডি প্রতিযোগিতায় সমাপনী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের সহযোগিতায় ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দুইদিন ব্যাপী অনুষ্ঠিত আইজিপিকাপ অনুর্ধ ১৯ জাতীয় যুব আন্তঃউপজেলা কাবাডি প্রতিযোগিতায় গতকাল শুক্রবার ( ২৬ নভেম্বর) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনালে রাজশাহী সিটি শহীদ এএইচএম কামারুজ্জামান স্মৃতি সংসদ ২৯-১৯ পয়েন্টে গোদাগাড়ী উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর গোদাগাড়ী উপজেলা রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেসে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম(বার)।

এর আগে তিনি বলেন কাবাডী জাতীয় পর্যায়ের খেলা। এই খেলার প্রচার ও প্রসার ঘটানোর জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন উদ্দ্যোগ গ্রহন করেছেন। তাই আমরা কাবাডিকে আরো গতিশিল করার জন্য সংগঠকদের আহবান জানাচ্ছি ।

পুরস্কার বিতরনী অনুষ্টানে জেলা কাবাডি সমিতির আহবায়ক মোঃ ফিরোজ কবির মুক্তার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী মোঃ তৌরিদ আল মাসুদ রনি, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মোঃ ইফতে খায়ের আলম , গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম সরকারসহ অন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন

আপরদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকি উপলক্ষে গতকাল শুক্রবার ( ২৬ নভেম্বর) দুপুরে রাজশাহী জেলা জিমনাসিয়ামে অনুষ্টিত বঙ্গবন্ধু আন্তঃ ক্লাব বাস্কেটবল প্রতিযোগিতার ৩টি খেলা অনুষ্ঠিত হয়েছে।

ইগলেটস ক্লাব ৯১-৩৯ পয়েন্টে পবা স্পোর্টিং ক্লাব, রেইনবো ক্লাব ৫৬-২৪ পয়েন্টে কলাবাগান ইয়াং বয়েজ ও আরইউ বাস্কেটবল টিম ৫১ -২৯ পয়েন্টে ডেলটা স্পোর্টিং ক্লাবকে হারায়।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে