বাঘায় জেলা প্রশাসক আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২১; সময়: ৭:৫৮ অপরাহ্ণ |
খবর > খেলা
বাঘায় জেলা প্রশাসক আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাঘা : বাঘায় জেলা প্রশাসক আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬-১১-২০২১) বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী খেলার মধ্যে দিয়ে শুরু হয়েছে, জেলা প্রশাসক আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্ট ।

দুর্গাপুর ও মোহনপুর উপজেলা এ খেলায় অংশগ্রহন করে। গোলশূন্যে অবস্থায় খেলা শেষ হয়। ফুটবলার তৈরি সূতিকাগার হিসেবে জেলার সংশ্লিষ্ট উপজেলাগুলোকে নিয়ে জেলা প্রশাসক আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন উপজেলায় এই খেলা অনুষ্ঠিত হবে।

বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে, শুক্রবার বিকেল সাড়ে ৩টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে অনুষ্ঠিত খেলার উদ্বোধন ঘোষনা করেন,বাঘা উপজেলা নির্বাহি অফিসার পাপিয়া সুলতানা। এ সময় তিনি বলেন, খেলার উন্নয়নে প্রতিভা অন্বেষণের বিকল্প নেই। খেলার মাধ্যমে ক্রীড়াঙ্গন সর্বদা জাগ্রত থাকবে।

পাপিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা নির্বাহি অফিসার সোহেল রানা, পুঠিয়া উপজেলা নির্বাহি অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ, চারঘাট উপজেলা নির্বাহি অফিসার সৈয়দা সামিরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রাশেদ আহমেদ, সহকারি কমিশনার (ভ’মি) মনিরুজ্জামান, বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ন সাধারন সম্পাদক অধ্যক্ষ নছিম উদ্দীন, সিরাজুল ইসলাম মন্টু, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ সাদিক কবীর, বাঘা পৌর সভার মেয়র আব্দুর রাজ্জাক, প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, আড়ানি পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কার্তিক হালদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস সরকার, রিজিয়া আজিজ সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ওয়াহেদুন্নবী, টুর্নামেন্ট কমিটির যুগ্ন সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলামসহ উপজেলার সংশ্লিষ্ঠ ইউনিয়নের চেয়ারম্যান, নিটল মোটর গ্রুপের এরিয়া প্রেসিডেন্ট নর্থ বেঙ্গল-২ এর শরিফুল ইসলাম ও বাঘা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জাফর ইকবাল প্রমুখ।

খেলা পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার পরিচালক আক্তার হোসেন, সহকারি পরিচালকের দায়িত্বে ছিলেন-জানে আলম ও আফসার আলী। ধারাভাষ্যে ছিলেন শরিফুল ইসলাম, প্রভাষক আব্দুল হানিফ মিঞা ও শিক্ষক বিপ্লব কুমার রায়। শনিবার (২৭ নভেম্বর) দুর্গাপুর মাঠে দ্বিতীয় খেলাটি অনুষ্ঠিত হবে বাঘা উপজেলা ও পবা উপজেলার মধ্যে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে