‘হাইভোল্টেজ’ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে ক্যারিবীয়রা

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২১; সময়: ৯:১৮ অপরাহ্ণ |
খবর > খেলা
‘হাইভোল্টেজ’ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে ক্যারিবীয়রা

পদ্মাটাইমস ডেস্ক : পাঁচ বছর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের সবশেষ আসরের ফাইনালে ইডেনে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। এবার সুপার টুয়েলভের প্রথম ম্যাচেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। দুবাইয়ে শনিবার (২৩ অক্টোবর) সুপার টুয়েলভের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে উইন্ডিজরা। অর্থাৎ টস হেরে বোলিং করতে হবে মরগ্যানের দলকে।

গত আসরের ফাইনালে বেন স্টোকসের শেষ ওভারে টানা চারটি ছক্কা মেরে ওয়েস্ট ইন্ডিজকে অবিশ্বাস্য জয় উপহার দিয়েছিলেন কার্লোস ব্রাথওয়েট। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সে দিনের নন্দিত ও নিন্দিত কেউই এবার দলে নেই। ব্রাথওয়েট ছিটকে গেছেন ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ স্কোয়াড থেকে। অন্যদিকে, মানসিক অসুস্থতার কথা বলে ক্রিকেট থেকেই সরে দাঁড়িয়েছেন ইংলিশ অলরাউন্ডার।

গত বারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের সেই ধার অনেকটা কমেছে। বরং, বলা যেতে পারে ধার কমে আসা দলটির সামনে এবারই হয়তো শেষ সুযোগ বড় কিছু করে দেখানোর। ক্রিস গেইল ৪২ বছরে দাঁড়িয়ে। দলের হয়ে এবারই শেষ সুযোগ তার। পারবেন কি শেষটা রাঙাতে

এদিকে, ইংল্যান্ডের সবচেয়ে বড় দুশ্চিন্তা দলীয় অধিনায়কের ফর্ম। আইপিএলের এবারের আসরে বড্ড খারাপ গেছে মরগ্যানের। কেকেআরের প্রথম একাদশ থেকে তাকে বাদ দেওয়ার কথাও উঠেছিল। এছাড়া স্টোকস এবং জোফরা আর্চারের অনুপস্থিতি বিরাট ধাক্কা ইংল্যান্ডের জন্য।

ইংল্যান্ড একাদশ
জেসন রয়, জস বাটলার, ডেভিড মালান, জনি বেয়ারস্ট (উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, ইয়ন মরগ্যান (অধিনায়ক), মইন আলী, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ ও টাইমাল মিলস।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ
এভিন লুইস (উইকেটরক্ষক), লেন্ডল সিমনস, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান, কাইরন পোলার্ড (অধিনায়ক), আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, আকিল হোসেন, ওবেদ ম্যাকয় ও রবি রামপল।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে