বিশ্বকাপে জায়গা পেতে নামিবিয়ার দরকার ১২৬

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২১; সময়: ৬:৫২ অপরাহ্ণ |
খবর > খেলা
বিশ্বকাপে জায়গা পেতে নামিবিয়ার দরকার ১২৬

পদ্মাটাইমস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব তথা সুপার টুয়েলভে জায়গা করে নিতে নামিবিয়ার দরকার মাত্র ১২৬ রান। টস জিতে ব্যাট করে আয়ারল্যান্ড তাদের বিপক্ষে করেছে মাত্র ১২৫ রান।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের উদ্বোধনী জুটির দুই ব্যাটার সর্বোচ্চ রানের দুটি ইনিংস খেলেন। পল স্টার্লিং করেন ৩৮ রান। ২৪ বলে তার ইনিংসে ছিল ৫টি চার ও একটি ছয়। অন্যদিকে কেভিন ও’ব্রায়েনের ব্যাট থেকে আসে ২৫ রান। ৬২ রানের জুটির পর স্টার্লিং আউট হলে ওয়ানডাউনে অ্যান্ড্রু বালবার্নি খেলেন ২১ রানের একটি ইনিংস।

বাকিদের মধ্যে কেউই দশের ঘরও পেরুতে পারেননি। গ্যারেথ ডেলানি ৯, হারি টেকটর ৮ ও তিনজন ব্যাটার ৫ রান করে তুলেছেন। নামিবিয়ার হয়ে ২১ রান খরচায় ৩ উইকেট নেন জ্যান ফ্রাইলিঙ্ক। দুটি উইকেট পান দলটির আগের ম্যাচের নায়ক ডেভিড উইজে।

এবারের বিশ্বকাপে নামিবিয়ার মূল শক্তি হচ্ছে তাদের দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় উইজে। তার দুর্দান্ত ব্যাটিংয়ে নেদারল্যান্ডসকে হারিয়েছিল নামিবিয়া। সে ম্যাচে বল হাতে এক উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৪৪ বলে ৬৬ রান করেছিলেন তিনি। তার ইনিংসে ছিল ৪টি চার ও ৬টি ছয়ের মার। অপরদিকে আয়ারল্যান্ড দলে আছেন স্টারলিং-ও’ব্রাইনের মতো দারুণ কয়েকজন খেলোয়াড়।

পল স্টারলিং, কেভিন ও’ব্রায়েন, অ্যান্ডি বালবির্নি (অধিনায়ক), গ্যারেথ ডেলানি, কুর্তিস ক্যাম্ফার, হ্যারি টেক্টর, নেইল রক, সিমি সিং, মার্ক এডায়ার, জশ লিটল, ক্রেইগ ইয়ং।

নামিবিয়া একাদশ:
জ্যান গ্রিন, ক্রেইগ উইলিয়ামস, গারহার্ড এরাসমাস (অধিনায়ক), ডেভিড ওয়াইজ, জে জে স্মিট, জ্যান ফ্রাইলিংক, জ্যান নিকোল লফটি-ইটন, পিকি ইয়া ফ্রান্স, রুবেন ট্রাম্পেলম্যান, মাইকেল ফন লিঙ্গেন, বার্নার্ড স্কলজ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে