টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২১; সময়: ৯:১৭ অপরাহ্ণ |
খবর > খেলা
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

পদ্মাটাইমস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

মাস্কাটের আল আমিরাতের ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের আশা বাঁচিয়ে রাখতে আজ ওমানের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশের। স্কটল্যান্ডের সাথে নিজেদের প্রথম ম্যাচে হেরে চাপে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে ১০ উইকেটে জিতে বেশ ফুরফুরে স্বাগতিক ওমান।

এদিকে, টানা দুই জয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে উঠে গেছে স্কটল্যান্ড। পাপুয়া নিউ গিনিকে প্রথম ম্যাচে ১০ উইকেটে উড়িয়ে দেওয়া ওমান আছে দুই নম্বরে। তাদের বিপক্ষে হারলে নিশ্চিত হয়ে যাবে প্রথম পর্ব থেকেই বাংলাদেশের বিদায়।

বাদ পড়েছেন আগের ম্যাচে লিটন দাসের সঙ্গে ওপেন করা সৌম্য সরকার। দলে ফিরেছেন বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম। বাংলাদেশ দলে পরিবর্তন একটিই।

আজকে একাদশ- লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

সমীকরণে মেগা আসরে এখন পর্যন্ত একবার ওমানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাইপর্বে ওমানকে বৃষ্টি আইনে ৫৪ রানে হারায় টাইগাররা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে