রাজশাহীতে অনুর্ধ-১৬ সাঁতার প্রশিক্ষন শিবির সমাপ্ত, সনদপত্র বিতরন

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২১; সময়: ৮:২২ অপরাহ্ণ |
খবর > খেলা
রাজশাহীতে অনুর্ধ-১৬ সাঁতার প্রশিক্ষন শিবির সমাপ্ত, সনদপত্র বিতরন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সুইমিংপুলে ২০দিন ব্যাপী অনুর্ধ-১৬ বালক বালিকাদের সাঁতার প্রশিক্ষন শিবির শেষ হয়েছে। এই প্রশিক্ষন শিবিরে ২০ জন বালক বালিকা অংশ গ্রহন করেন।

প্রশিক্ষন প্রদান করেন জাতীয় সাঁতার কোচ মোঃ আবু হায়দার রিপন ও তাকে সহযোগিতা করেন কোচ মোঃ আব্দুর রউফ রিপন। রাজশাহী জেলা সাঁতার সমিতির আহবায়ক মোঃ আব্দুল হান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনি অনুষ্ঠানে অংশ গ্রহনকারী প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র ও কিটস বিরতন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মুহাম্মদ শরিফুল হক।

এর আগে তিনি বলেন সাঁতার প্রশিক্ষন নিয়মিত গ্রহন করলে অন্য খেলাধুলার জন্য অগ্রনি ভুমিকা পালন করে থাকে ও একজন দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে উঠতে পারে। সাঁতার একটি খেলা না এটি হলো একটি ব্যায়াম যা করলে তাকে অন্য ব্যায়াম করার প্রয়োজন হয়না।

এই সাঁতারুরা একদিন রাজশাহী তথা দেশের জন্য সুনাম বয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী, অতিরিক্ত সাধারন সম্পাদক মোঃ শামসুজ্জামান রতনসহ অন্য কর্মকর্তাবৃন্দ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে